এদিন নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। আর মোদি সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশনই তুলে দিয়েছে। নীতি আয়োগ তৈরি করেছে। এই সিদ্ধান্ত লজ্জার। আমরা বাংলায় যোজনা কমিশন গড়ে তুলব।'' এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 'নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে স্মরণ করে আমরা আজাদ হিন্দ মনুমেন্ট তৈরি করছি। নেতাজির নামে উৎসর্গ করে জয় হিন্দ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে আমাদের এই বাংলায়। জাতীয় প্ল্যানিং কমিশনের আদলে তৈরি হচ্ছে বেঙ্গল প্ল্যানিং কমিশন।''
advertisement
আরও পড়ুন: 'দুটো দেখেছি...', ক্ষতবিক্ষত ছাগলের দেহ, লালগড়ের জঙ্গলে তবে কি!
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''এই প্ল্যানিং কমিশন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মস্কিষ্ক সূচিত। এই কমিশন তুলে দেওয়া লজ্জাজনক। আমরা স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তুলব।'' প্রজাতন্ত্র দিবসে বাংলার 'নেতাজি' ট্যাবলো বাতিল হওয়া নিয়েও এদিন ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, '''নাই বা হল জায়গা দিল্লিতে। বাংলায় নেতাজি থাকবেনই। আর বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। এবারেও তাই দেখাবে। প্রজাতন্ত্র দিবসে রেড রোডে এই ট্যাবলো আমরা বের করব।'
আরও পড়ুন: 'মমতা করে দেখিয়ে দিয়েছেন', কোন বিষয়ে মোদি-শাহদের নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের?
মুখ্যমন্ত্রীর সংযোজন, 'নেতাজি কেবল বাংলার নয়, তিনি গোটা বিশ্বের। ভারত ছেড়ে চলে যাওয়ার পর আর ফেরেননি তিনি। কোথায় গেলেন, কী হল? কেন্দ্র বারবার বলেছে, সত্য সামনে আসবে। কিন্তু কিছুই হয়নি।''