কেন্দ্রীয় সরকারের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য আদালতে জানান, এই বিষয়ে নির্দিষ্ট বিভাগ থেকে নির্দেশিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী বিমান গোলযোগ নিয়ে, সোমবার এ বিষয়ে কেন্দ্রকে হলফনামা জমা দেয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও বিষয়টি নিয়ে রাজ্যের অবস্থান জানাবেন বলে আদালতকে জানান।
আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
advertisement
গত ৪ মার্চ বারাণসী সফরে গিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনী প্রচার সেরে শুক্রবার বিমানে কলকাতায় ফেরেন তিনি। বিমানটি দুপুর ২টো ২৮ মিনিটে বারাণসী থেকে রওনা দেয়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। জানা গিয়েছে, কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। দমদম বিমানবন্দরে বিমানটি অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু'দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ১০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি।
আরও পড়ুন: 'বদলে' গেল CPIM, রাজ্য কমিটি থেকে বাদ বিমান-সূর্য! তালিকায় আরও 'হেভিওয়েট'
এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলে হাইকোর্ট। এই ঘটনায় পরবর্তী শুনানি হবে ২৫ এপ্রিল। এর আগে এই ঘটনা নিয়ে বিমান বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল নবান্ন। সেই ঘটনার তদন্ত করছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।