TRENDING:

High Court on Mamata Banerjee Flight Problem: 'বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট?', কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Last Updated:

মামলাকারীর আবেদন, ২০১৬ সালেও মুখ্যমন্ত্রীর বিমানে এধরনের বিভ্রাট হয়েছিল। এবারও হল। (High Court on Mamata Banerjee Flight Problem)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রীর বিমান বারবার সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ঘটনায় এবার সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (High Court on Mamata Banerjee Flight Problem)। আগামী দু'সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এ প্রসঙ্গে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (High Court on Mamata Banerjee Flight Problem)। এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে সোমবার সওয়াল করেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এদুলজি। গত ১০ মার্চ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিপ্লব চৌধুরী। মামলাকারীর আবেদন, ২০১৬ সালেও মুখ্যমন্ত্রীর বিমানে এধরনের বিভ্রাট হয়েছিল। এবারও হল। (High Court on Mamata Banerjee Flight Problem)
High Court on Mamata Banerjee Flight Problem
High Court on Mamata Banerjee Flight Problem
advertisement

কেন্দ্রীয় সরকারের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য আদালতে জানান, এই বিষয়ে নির্দিষ্ট বিভাগ থেকে নির্দেশিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী বিমান গোলযোগ নিয়ে, সোমবার এ বিষয়ে কেন্দ্রকে হলফনামা জমা দেয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও বিষয়টি নিয়ে রাজ্যের অবস্থান জানাবেন বলে আদালতকে জানান।

আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!

advertisement

গত ৪ মার্চ বারাণসী সফরে গিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনী প্রচার সেরে শুক্রবার বিমানে কলকাতায় ফেরেন তিনি। বিমানটি দুপুর ২টো ২৮ মিনিটে বারাণসী থেকে রওনা দেয়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। জানা গিয়েছে, কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। দমদম বিমানবন্দরে বিমানটি অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু'দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ১০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি।

advertisement

আরও পড়ুন: 'বদলে' গেল CPIM, রাজ্য কমিটি থেকে বাদ বিমান-সূর্য! তালিকায় আরও 'হেভিওয়েট'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলে হাইকোর্ট। এই ঘটনায় পরবর্তী শুনানি হবে ২৫ এপ্রিল। এর আগে এই ঘটনা নিয়ে বিমান বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল নবান্ন। সেই ঘটনার তদন্ত করছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
High Court on Mamata Banerjee Flight Problem: 'বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট?', কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল