TRENDING:

Mamata Banerjee: বড় কোনও নির্দেশ দেবেন দলনেত্রী? শাসক নেতাদের সব নজর আজ নতুন তৃণমূল ভবনে!

Last Updated:

Mamata Banerjee: আজ তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। নয়া দলীয় কার্যালয়ে যাবেন মমতা বন্দোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ ঘটেছে। নতুন পার্টি অফিসে আজ পা রাখবেন দলের চেয়ারপার্সন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেল ৪'টে নাগাদ মেট্রোপলিটনের কাছে অস্থায়ী তৃণমূল ভবনে আজ রাজ্য কমিটির বৈঠক। সাংগঠনিক দিক থেকে শাসক দলের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের৷ একাধিক কর্মসূচী যেমন তিনি ঘোষণা করতে পারেন এই বৈঠক থেকে। তেমনই নয়া অফিস থেকে মমতা বন্দোপাধ্যায় দলের অফিসে দায়িত্ব ভাগ করে দিতে পারেন।
তৃণমূলের নয়া ভবন
তৃণমূলের নয়া ভবন
advertisement

বর্তমানে নয়া তৃণমূল ভবনে নির্দিষ্ট হয়েছে সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ঘর। মনে করা হচ্ছে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার জন্যেও বরাদ্দ হতে পারে অফিস ঘর৷ চর্চায় রয়েছে ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, সুদীপ বন্দোপাধ্যায়ের নাম৷ এছাড়া দলের যুব সভাপতি সায়নী ঘোষ। ছাত্র, শ্রমিক সংগঠন সহ দলের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে তার জন্যেও বরাদ্দ হতে পারে ঘর৷ আজ এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন মমতা বন্দোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: কেন দীর্ঘ গরমের ছুটি দিয়েছে সরকার? বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের! কী বললেন?

আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। মনে করা হচ্ছে তার আগেই আজ বেশ কিছু কর্মসূচী ঘোষণা করতে পারেন মমতা বন্দোপাধ্যায়। ফলে জেলা থেকে দলের নেতা-কর্মীদের আনাগোনা বাড়বে এই অফিসে। তাই পুরোদস্তুর রাজনৈতিক কর্মকাণ্ড চলবে এই বাড়ি থেকেই।৩৬জি তপসিয়া রোড থেকে ভবন সরে এল এ/পি-১/এ ক্যানাল সাউথ রোডে। আর এটাই হল তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে নয়া ভবনের ঠিকানা।ই এম বাইপাস ধরে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটা যাওয়ার সময় বাঁ--দিকে পড়বে মেট্রোপলিটন। আর এই মেট্রোপলিটন দূর্গা বাড়ি ছাড়িয়ে অল্প এগোলেই নয়া তৃণমূল ভবন। সবুজ রঙের চার তলা এই বাড়িতেই ইতিমধ্যেই  গৃহপ্রবেশ হয়েছে। পুজো সেরেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।  আর এই নয়া ভবনে মঙ্গলবার হাজির ছিলেন তৃণমূলের প্রায় সমস্ত সারির নেতা-কর্মীরা।

advertisement

আরও পড়ুন: আরও গুছিয়ে নামতে হবে পঞ্চায়েত নির্বাচনে, কীর্তি আজাদকে বড় দায়িত্ব দিল তৃণমূল!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নয়া ভবনে নজর কাড়ছে মমতা বন্দোপাধ্যায়ের আঁকা ১৩'টি ছবি। নিচের তলায় রাজ্য সভাপতির ঘর ছেড়ে এগোলেই লিফট ও সিঁড়ি৷ আর সেই সিঁড়ির প্রতিটি ধাপে ধাপেই রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের আঁকা ছবি৷ সূত্রের খবর, ২০০৪ সালে একটি প্রদর্শনীর জন্যে মমতা বন্দোপাধ্যায় এই ছবিগুলি এঁকেছিলেন। সেখান থেকেই বেশ কিছু ছবি সংগ্রহ করে প্রদর্শনীর জন্যে রাখা হয়েছে৷ কালীঘাটের কালীপ্রতিমার একটি ছবি রাখা হয়েছে একতলায় রাজ্য সভাপতির ঘরে৷ এই নয়া অস্থায়ী ভবনের একতলার ডানদিকে রিসেপশন৷ বাঁদিকে রাজ্য সভাপতির ঘর৷ এর পর প্রতিটি তলায় আছে একাধিক ঘর, কনফারেন্স রুম, মিটিং রুম। তবে কোন তলায়, কোন ঘরে কে কে বসবেন তা ঠিক করে দেবেন মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর আজই সেই দায়িত্ব তিনি ভাগ করে দিতে পারেন৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বড় কোনও নির্দেশ দেবেন দলনেত্রী? শাসক নেতাদের সব নজর আজ নতুন তৃণমূল ভবনে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল