বর্তমানে এসআইআর গভীরভাবে বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। এই ব্যবস্থা শুধুমাত্র প্যানিক বা বিশৃঙ্খলা তৈরি করেনি, ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রস্তুতি ছাড়াই এই ধরনের ব্যবস্থাপনা প্রথম দিন থেকেই অব্যবস্থা করে তুলছে। প্রশিক্ষণের ফারাক, কী কী ডকুমেন্ট বাধ্যতামূলকভাবে দিতে হবে তা নিয়ে সমন্বয়ের অভাব তৈরি হয়েছে। বুথ লেভেল অফিসারদের উপর মারাত্মক কাজের চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন– বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
তিনি আরও লেখেন, এটা কোনওভাবেই অস্বীকার করা যায় না তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই এই কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় না দেওয়া প্রচুর কাজের চাপ তৈরি করা এবং কোনও সাপোর্ট না থাকা ডেটা এন্ট্রির জন্য এটা গণতন্ত্রে আঘাত তৈরি দিচ্ছে। তাদের সীমানার বাইরে গিয়ে বুথ লেভেল অফিসারদের এখন কাজ করতে হচ্ছে। অনলাইন ফর্ম আপলোড করতে তাদের সব থেকে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, ডেটা ম্যাচিংয়ের সমস্যা, এমনকি কমিশনের সার্ভার পর্যন্ত সমস্যা তৈরি করছে। কমিশনের তরফে দেওয়া ডেটলাইন ৪ ডিসেম্বরের মধ্যে সব ডেটা আপলোড করার জন্য বুথ লেভেল অফিসারদের উপর চাপ তৈরি করা হচ্ছে ভুল বা সঠিক যাই হোক সেই ডেটা আপলোড করতে হবে। এতে বৈধ ভোটারদের বাদ পড়ে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে ভোটার তালিকা থেকে।
আরও পড়ুন– ভারতকে হারানোর পর ফিফা র্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি ! তিন ধাপ এগলো বাংলাদেশ
বুথ লেভেল অফিসারদের সহযোগিতার বার্তা না দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর শোকজ নোটিসও দিচ্ছে বুথ লেভেল অফিসারদের কোন কারণ ছাড়াই। বাস্তবিক কথা না ভেবেই এই ধরনের শোকজ নোটিস দেওয়া হচ্ছে বুথ লেভেল অফিসারদের। বর্তমানে এরা যে ধান তোলার সময় এছাড়াও আলু-সহ একাধিক সবজি উঠছে। এই সময় রাজ্যের প্রচুর কৃষক এই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তার জন্য তারা সব সময় এসআইআর-এর এনুমারেশন ফর্ম সংগ্রহের ক্ষেত্রে বা এসআইআরে অংশ নিতে পারছে না।
গতকাল, বুধবার এসআইআর-এর জন্য জলপাইগুড়ির মালে বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও অনেকেই মারা গিয়েছেন এই এসআইআর প্রসেস চলাকালীন। জেএসআইআর-এর কাজ ৩ বছর লাগতো শেষ হতে সেই এসআইআর এখন বলা হচ্ছে ৩ মাসের মধ্যে শেষ করতে। অফিসার এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে যা অনিশ্চিত করে তুলছে তাদের। আমি তাই অনুরোধ করছি দ্রুত এই বিষয়টি আপনি হস্তক্ষেপ করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং পর্যাপ্ত প্রশিক্ষণ ও সাপোর্টের দরকার রয়েছে। যদি এটা ঠিক না হয় তাহলে আগামী দিনে এই সিস্টেম নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি বিশ্বাস করি আপনি আইন অনুযায়ী কাজ করবেন কোনও দেরি ছাড়াই।
