সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ জঙ্গলমহল সফরের উদ্দেশে রওনা দেবেন মমতা৷ ২৭ ফেব্রুয়ারি যাবেন পুরুলিয়া৷ সেখানকার কর্মসূচি সেড়ে, ফের ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ায় যাওয়ার কথা তাঁর৷
আরও পড়ুন: সন্দেশখালি কি আদৌ যেতে পারবেন শুভেন্দু? আদালতে জোর সওয়াল-জবাব, কী যুক্তি দিল রাজ্য?
তারপরে, বাঁকুড়ার পরে ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তিন জেলায় সরকারি প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর৷
advertisement
গত রবিবারই বীরভূমের সিউড়িতে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকে আধার কার্ড বাতিল হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তুমুল তোপ দাগেন তিনি৷ পাশাপাশি, অনুব্রত মণ্ডলের জেল নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা যায়৷