মুখ্য সচিব আরও বলেন, ”ভোটার তালিকা সংশোধনের যে কাজ হচ্ছে, তা নির্ভুলভাবে আপনারা করুন। এই নিয়ে কোনও অভিযোগ আসা কাম্য নয়।” জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্য সচিব। দুয়ারে সরকারের পরিষেবা ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে। পঞ্চায়েত গুলির অধীনে যে রাস্তা গুলির নির্মাণ প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি সেগুলো আপনারা দ্রুত শেষ করুন। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনটাই বললেন মুখ্য সচিব।
advertisement
আরও পড়ুন: ভারতেই আছে এই গ্রাম, সুন্দরী বিদেশি মহিলারা আসেন, গর্ভবতী হয়ে ফিরে যান! কোথায় আছে এই গ্রাম?
মুখ্যসচিব আরও নির্দেশ দেন, ”সরাসরি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে যে অভিযোগগুলি আসছে, সেই অভিযোগগুলি আপনারা গুরুত্ব দিয়ে দেখুন, কোনও অভিযোগ যেন পেন্ডিং না থাকে।” জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই বললেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। আজ প্রায় এক ঘন্টা মুখ্যসচিব বৈঠক করেন জেলাশাসকদের নিয়ে।