তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুরভোটের প্রচারে শহরের বিভিন্ন প্রান্তে তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন থেকেই শুরু হচ্ছে সেই প্রচার পর্ব। বুধবার গোয়া থেকে ফিরেই ফুলবাগানে উত্তর কলকাতার প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার প্রার্থীদের সমর্থনে তিনি সভা করবেন বেহালা এবং বাঘা যতীনে।
আরও পড়ুন: চমকেই বাজিমাতের লক্ষ্য, কলকাতা পুরভোটে তৃণমূলের শেষ মুহূর্তের তারকা-টাচ!
advertisement
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবার নামতে চলেছেন কলকাতা পুরভোটের প্রচারে। তবে, তিনি কোন জনসভা করবেন না। বরং দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ আগামীকাল, বৃহস্পতিবার পোস্তা বাজার থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত রোড শো করবেন অভিষেক। সঙ্গে থাকবেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীরা। উত্তর এবং মধ্য কলকাতার ২২ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে এই রোড শো করবেন তিনি।
আরও পড়ুন: শিয়ালদহ থেকে লালগোলার মাঝে ট্রেনে ভয়ংকর ঘটনা, লাইনে পড়ে দ্বিখণ্ডিত দেহ!
প্রসঙ্গত, কলকাতা পুর ভোটের প্রচারে বাকি রয়েছে হাতে গোনা দিন। তাই শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে বিশেষ কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন টেলিভিশনের পর্দায় যাদের সঙ্গে আমজনতার দেখা হয়, সেই চেনা মুখের তারকাদের প্রচারে নামাচ্ছে তৃণমূল। গত বিধানসভা ভোটে একাধিক তারকাকে টিকিট দিয়েছিল তৃণমূল। তাদের মধ্যে অনেকেই জিতে বিধায়ক হয়েছেন। ভোটের লড়াইয়ে পরাজিত হলেও, সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন এমন তারকারাও আছেন তৃণমূল শিবিরে। সেই সব তারকা বিধায়ক-সংগঠকরাও কলকাতা পুর ভোটের প্রচারে পা মেলাচ্ছেন। সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, তৃণা সাহা, লাভলি মৈত্র, সায়নী ঘোষ, এমনকী রাণি রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায়কেও দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীদের প্রচারে।