TRENDING:

Mamata Banerjee | Puri: পুরীতে বঙ্গভবনের জমি দেখেই জগন্নাথ ধামে পুজো, প্রতিবেশী রাজ্যে আজ মমতার ঠাসা কর্মসূচি

Last Updated:

আজ, বুধবার বিকেলেই মন্দির দর্শনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গতকাল, অর্থাৎ, ২১ মার্চই ওড়িশা পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আজ বিকেলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। তবে, তার আগে সারবেন গুরুত্বপূর্ণ কাজ। সূত্রের খবর, এদিনই ওড়িশায় বঙ্গভবন তৈরির জন্য জমি পরিদর্শন করবেন মমতা। প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, রাজ্য সরকারের উদ্যোগে পুরীতে একটি গেস্ট হাউজ বা বঙ্গভবন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই বঙ্গভবন কোথায় তৈরি হবে, তা-ই এদিন দেখতে যাবেন মমতা। তাঁর এই ব্যক্তিগত সফরের মাঝে, আগামিকাল, ২৩ মার্চ, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করবেন।
advertisement

উল্লেখ্য, এর আগেও ওড়িশা সফরে গেলে প্রতিবারই জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় যে কোনও গুরুত্বপূর্ণ কাজে গেলেও ঝটিকা সফরে পুরীর মন্দির দর্শনে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। গত ২০২০ সালে ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দেওয়ার সময়েও পুরী ঘুরে গিয়েছিলেন মমতা। তার আগে ২০১৭ সালে মমতাকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল সেবায়েতদের একাংশের বিরুদ্ধে। তা নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে।

advertisement

আরও পড়ুন: ৩ নয় এখন ৪ বছরে স্নাতক! কেন্দ্রীয় শিক্ষানীতিতে সায় রাজ্যের, আসছে বড় বদল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জেনে রাখো

তবে এবারের সফর অবশ্যই নতুন মাত্রা পেয়েছে ২টি কারণে। একটি, পুরীতে বঙ্গভবন তৈরির প্রস্তুতি পরিদর্শন এবং দ্বিতীয় নবীন পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ। সূত্রের খবর, রাজ্য সরকারের গেস্ট হাউস তৈরির নকশাও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জমি পছন্দ করার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সেই নকশা ও সার্বিক প্রস্তুতিও খতিয়ে দেখবেন পূর্ত দফতরের আধিকারিকদের কাছ থেকে।

advertisement

প্রসঙ্গত, পুরীর সমুদ্রের কাছে এবং মন্দিরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একাধিক বেসরকারি গেস্ট হাউস রয়েছে। তবে বাংলার রাজ্য সরকারের গেস্ট হাউস এই প্রথম হতে চলেছে। ফলে বাঙালি পর্যটকদের জন্য নিঃসন্দেহে তা বাড়তি পাওনা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: চাকরির প্রতিশ্রুতি দিয়ে 'মার্কেট' থেকে তুলেছিলেন লক্ষ লক্ষ টাকা! অয়ন শীলের জন্য আত্মঘাতী হয়েছিলেন 'এজেন্ট'ও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুরীর পাশাপাশি, উত্তরপ্রদেশের বারাণসীতেও রাজ্যের একটি গেস্ট হাউস গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন এলাকায় এই গেস্ট হাউস হবে, তা ইতিমধ্যেই পূর্ত দফতরের আধিকারিকরা ঠিক করে ফেলেছেন। গেস্ট হাউস  তৈরির ব্যাপারে প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে পুরীতে বাঙালি পর্যটক থিকথিক করছে৷ তাঁরাও চাইছেন বঙ্গভবন গড়ে তোলা হোক পুরীতেও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Puri: পুরীতে বঙ্গভবনের জমি দেখেই জগন্নাথ ধামে পুজো, প্রতিবেশী রাজ্যে আজ মমতার ঠাসা কর্মসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল