শহর ও শহরতলী লাগোয়া পুজোগুলির মধ্যে আকর্ষণের অন্যতম কেন্দ্র বিন্দু শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। প্রতিবছরই কিছু না কিছু চমক দর্শনার্থীদের জন্য অপেক্ষা করে এই পুজোয়। করোনা পরবর্তী পরিস্থিতিতে গত বছরও বুর্জ খলিফা দেখতে উপচে পড়েছিল ভিড়। পরিস্থিতি সামাল দিতে বন্ধ-ও করে দেওয়া হয় শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। এবছর তাদের পুজো সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করল। তাই এ বছরও দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো বলে পরিচিত, এই পুজোয় কোনও বিশেষ চমক যে অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।
advertisement
আরও পড়ুন: তিন মাস নয়, রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিল দিতে হবে প্রতি মাসেই? বড় ইঙ্গিত অরূপ বিশ্বাসের
হতে চলেছে শ্রীভূমির পুজোর থিম? গত বছরের অতিরিক্ত ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল উদ্যোক্তাদের। তাই, এ বছর অতিরিক্ত সতর্কতা নিয়ে শ্রীভূমির উদ্যোক্তারা পূজোর মন্ডপ থেকে সাজসজ্জা-সহ পরিচালনার ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন বলে জানা গিয়েছে। এ'বছর শ্রীভূমির থিমে রোমের ভ্যাটিকান সিটি। জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়েই হয়েছে খুঁটি পুজোর অনুষ্ঠান।
আরও পড়ুন: ৭ বছর পর হাওড়া-বিষ্ণুপুর রেলের কাজ শুরুর ইঙ্গিত, শর্ত ভাবাদিঘির সুস্বাস্থ্য
৫০ বছরের এবারের পুজোর উদযাপন, তাই প্রত্যেক বছরের থেকেও এ'বছর পুজো বেশি চোখ ধাঁধানো হতে চলেছে বলেই উদ্যোক্তাদের তরফ থেকে জানা যাচ্ছে। মণ্ডপ- সহ দেবীর সাজ শয্যায় বিশেষ চমক অপেক্ষা করছে সকল দর্শনার্থীদের জন্য। যদিও এখনও সে বিষয়ে প্রকাশ্যে কিছুই বলতে চাননি কেউই। কিন্তু, গত বছরের থেকে শিক্ষা নিয়ে, চলতি বছরে আরও সচেতন উদ্যোক্তারা তা বোঝাই যাচ্ছে। তবে প্রবেশ এবং প্রস্থানের একটিই পথ থাকছে বলে জানা গিয়েছে।
অনুপ চক্রবর্তী