নবান্ন সূত্রে খবর, বৈঠকে যোগ দেওয়ার আগে নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে বিভিন্ন দফতরের কাছ থেকে। আগামী ১৯ এপ্রিলের মধ্যেই সেই তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দফতরকে। মূলত, ২০২২-২৩ অর্থবর্ষে দফতর পিছু কত অর্থ বরাদ্দ হয়েছিল, তার কতটা উন্নয়ন কাজের জন্য এখনও পর্যন্ত ব্যবহার করা হয়েছে, কোন কোন প্রকল্পের টাকা খরচ হয়েছে, তার সবিস্তার তথ্য মুখ্যমন্ত্রীর দফতর জানতে চেয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
যে সমস্ত প্রকল্প শেষ হয়ে গিয়েছে, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে বিভিন্ন দফতরকে। যদি কোনও প্রকল্প শুরু হয়ে থাকে এবং তা যদি শেষ না হয়, তাহলে কী কারণে তা শেষ করা যায়নি,তারও তথ্য সবিস্তারে চাওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের থেকেও জানতে চাইতে পারেন। মে মাসের মাঝামাঝি হতে পারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত, কোন দফতর ভাল কাজ করছে, কোন দফতর আশানুরূপ কাজ করতে পারেনি, সেই সব খতিয়ান পঞ্চায়েত ভোটের আগে নিয়ে নিতে চান খোদ মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, যে যে প্রকল্পগুলি শেষ করা যায়নি তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের থেকে পাশাপাশি সচিবদের থেকেও জানতে চাইতে পারেন খোদ মুখ্যমন্ত্রী। ২৬ এপ্রিলের বৈঠকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন দফতরে বেড়েছে তৎপরতা। নবান্ন সূত্রে খবর, বৈঠকের আগে বিভিন্ন দফতরের তরফে আসা রিপোর্টগুলি মুখ্যমন্ত্রী স্বয়ং পর্যালোচনা করবেন। তারলপর পরই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী যা প্রশাসনিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়