TRENDING:

Mamata Banerjee: কার্নিভালের শুরুতেই মমতাকে ঘিরে দারুণ চমক! আমন্ত্রণ পত্র ছাড়াও ঠাকুর দেখার সুযোগ, রেড রোডে সাজো সাজো রব

Last Updated:

প্রত্যেকটি পুজো কমিটিকে ২ মিনিট সময় দেওয়া হয়েছে তাদের অনুষ্ঠান পরিবেশনার জন্য কার্নিভালের মূল মঞ্চের সামনে। তালিকায় যেমন রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তেমনি রয়েছে শহরতলির একাধিক পুজো কমিটি। রয়েছে দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো, বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব, সল্টলেকের একে ব্লক অ্যাসোসিয়েশন, বরানগরের ন’পাড়া দাদাভাই সংঘ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবারের কার্নিভালে থাকছে মোট ৯৬টি পুজো কমিটি। এবারের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপের নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুর দেওয়া গানের নৃত্য অনুষ্ঠান পরিবেশন করে এবারের কার্নিভাল অনুষ্ঠানে সূচনা হবে। তারপর একে একে ৯৬টি পুজো কমিটি তাদের ট্যাবলো নিয়ে কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত হবেন।
advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল অনুষ্ঠানে যোগ দেবেন। পা-এ চোট থাকার কারণে মূল মঞ্চে ওঠার জন্য বিশেষ ramp তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। ১৭ থেকে ১৮ হাজার দর্শকের বসার ব্যবস্থা রাখা হয়েছে এবারের কার্নিভাল অনুষ্ঠানে। অন্যদিকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমন্ত্রণ পত্র না থাকলে অনুষ্ঠানে আসতে পারবেন সাধারণ দর্শকরা। এই অনুষ্ঠান সবার জন্য বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় চূড়ান্ত। রাজবাড়ির আদলে মূল মঞ্চের নকশা তৈরি করা হয়েছে। পাশপাশি, কমিয়ে আনা হয়েছে মঞ্চের উচ্চতা। এবারের মঞ্চের উচ্চতা করা হয়েছে ৩০ ইঞ্চি।

advertisement

আরও পড়ুন: রেশনের ১ কেজি আটা থেকে ৪০০ গ্রামই গায়েব! কী ভাবে চলত বাকিবুরদের দুর্নীতির স্কিম? জানেন..

৯৬টি পুজো কমিটির মধ্য থেকে ৯৫টি পুজো কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত হয়েছে। কার্নিভাল অনুষ্ঠান বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির উপস্থাপনার মাধ্যমে শুরু হবে। তারপর বাদামতলা আষাঢ় সংঘ থেকে শুরু করে দমদম পার্ক তরুণ দল পুজো কমিটি একে একে বিভিন্ন পুজো কমিটি তাদের অনুষ্ঠান নিয়ে হাজির হবে কার্নিভালের মূল মঞ্চের সামনে।

advertisement

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরে ‘ইঙ্গিতপূর্ণ মন্তব্য’ শুভেন্দুর! সপাট জবাব দিলেন কুণালও

প্রত্যেকটি পুজো কমিটিকে ২ মিনিট সময় দেওয়া হয়েছে তাদের অনুষ্ঠান পরিবেশনার জন্য কার্নিভালের মূল মঞ্চের সামনে। তালিকায় যেমন রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তেমনি রয়েছে শহরতলির একাধিক পুজো কমিটি। রয়েছে দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো, বারুইপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব, সল্টলেকের একে ব্লক অ্যাসোসিয়েশন, বরানগরের ন’পাড়া দাদাভাই সংঘ।

advertisement

কার্নিভাল অনুষ্ঠানে এবার বহু বিদেশি পর্যটক আসতে চলেছেন বলেও জানা গিয়েছে। গোটা ব্যবস্থাপনাই করছে রাজ্যের পর্যটন দফতর। পাশাপাশি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অংশগ্রহণ করবেন এবারের কার্নিভাল অনুষ্ঠানে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: কার্নিভালের শুরুতেই মমতাকে ঘিরে দারুণ চমক! আমন্ত্রণ পত্র ছাড়াও ঠাকুর দেখার সুযোগ, রেড রোডে সাজো সাজো রব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল