Jyotipriya mallick Arrest: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরে ‘ইঙ্গিতপূর্ণ মন্তব্য’ শুভেন্দুর! সপাট জবাব দিলেন কুণালও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের পর গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককেও। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর ইডি-এর হাতে গ্রেফতার রাজ্যের দ্বিতীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সল্টলেক BC ২৪৪ ও ২৪৫ নম্বর বাড়িতে চলে দীর্ঘ তল্লাশি অভিযান।
কলকাতা: টানা ২১ ঘণ্টা তল্লাশি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ৷ তারপরে দিল্লি থেকে ফোন৷ বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার রাজ্যের আরও এক মন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিক৷ যদিও গোটা বিষয়টাতেই বিজেপি তথা খুব স্পষ্ট করে বললে শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন জ্যোতিপ্রিয়৷ অন্তত, ইডির দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমের সামনে তেমনটাই দাবি করেছেন তিনি৷ তবে, তাঁর এই মন্তব্যের পরে চুপ করে বসে থাকেনি বিজেপি-ও৷ শুভেন্দু, সুকান্ত থেকে শুরু করে দিলীপ ঘোষ, প্রত্যেকেই পাল্টা জবাব দিয়েছেন৷
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ট্যুইট, ‘এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে৷’ এই মন্তব্যের সঙ্গেই একটি তালিকা প্রকাশ করেছেন শুভেন্দু৷ তাতে, এযাবৎকালে গ্রেফতার হওয়া তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের নাম রয়েছে৷
LoP @SuvenduWB you must have it easy safe by the washing-machine rajneeti of your Party.
Releasing caged-dogs ED & CBI on opposition leaders, @BJP4India has proved its witch-hunting practices are purely out of vendetta, otherwise we all know that you too would be sitting in jail… https://t.co/hNRX76GTPB
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 27, 2023
advertisement
advertisement
শুভেন্দুর সেই ট্যুইট রিপোস্ট করে আবার উত্তর দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও৷ বিজেপির বিরুদ্ধে ‘ওয়াশিং মেশিন’ রাজনীতি কটাক্ষ করে কুণালের দাবি, বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআই ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার৷ এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় বলে দাবি কুণালের৷
আরও পড়ুন: রেশনের ১ কেজি আটা থেকে ৪০০ গ্রামই গায়েব! কী ভাবে চলত বাকিবুরদের দুর্নীতির স্কিম? জানেন..
মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের পর গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককেও। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর ইডি-এর হাতে গ্রেফতার রাজ্যের দ্বিতীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সল্টলেক BC ২৪৪ ও ২৪৫ নম্বর বাড়িতে চলে দীর্ঘ তল্লাশি অভিযান।
advertisement
পাশাপাশি ইডি হানা দেয় মন্ত্রী জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে-এর বাড়িতেও। এছাড়া সমান্তরালভাবে মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতেও চলে তল্লাশি। মন্ত্রীর আমহার্স্ট স্ট্রিটের বেনিয়াটোলা লেনের বাড়িতেও যায় ইডি। সব শেষে বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ তাঁর বয়ানে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 27, 2023 1:13 PM IST