প্রসঙ্গত, তৃতীয় বার ক্ষমতায় এসেই বাংলার কৃষকদের দেওয়া কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িয়ে দেওয়া হয়েছে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতার অনুদান। ভোটের আগে কৃষকদের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় ফিরে সেই দেওয়া কথা বাস্তবায়িত করার পথে হেঁটেছেন মমতা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় সবরকমের প্রস্তুতি সেরে নিল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন
advertisement
এক একরের বেশি জমির মালিকরা এতদিন কৃষকবন্ধু প্রকল্প ৫ হাজার টাকা পেতেন। তৃতীয় বার ক্ষমতায় আসার পর সেই ভাতা দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ বাংলার কৃষকরা আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে ১০ হাজার টাকা পাবেন। ১ একরের কম জমি যেসব কৃষকদের রয়েছে তারা এবার থেকে ৪ হাজার টাকা পাবেন।
আরও পড়ুন: মালদহের আম বাগানে এ কী মারাত্মক দৃশ্য! ভয়ে কাঁপছে এলাকাবাসী
কৃষকদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করেছে। এটি সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত বলেই দাবি। তৃণমূল সরকারের এই ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সঙ্গে কেন্দ্রের মোদী ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের বরাবর তুলনা টানা হয়ে থাকে। বাংলার নির্বাচনী আবহে তা আরও বেড়েছিল।