#মালদহ: বাড়ির পাশে আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার সকালে মালদহের চাঁচলের বীরস্থলি উত্তরপাড়া এলাকায় ঘটনা। মৃত যুবকের নাম রাজু দাস (২৬)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচলের বীরস্থলী এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি রাজু দাস। গত দু-তিন বছর ধরে প্রায়ই মদের নেশায় আসক্ত থাকত ওই যুবক। আর এই নিয়ে বাবা-মা ও স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই থাকত। গতকাল রাতেও মদ্যপান করা নিয়ে বাবা-মার সঙ্গে বচসা হয় যুবকের। এরপর বাড়ি থেকে বেরিয়ে আর রাতে বাড়ি ফেরেনি।
আরও পড়ুন: আগামী ১২ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে অশনি! হাওয়া অফিসের বড় সতর্কতা
সকালে বাড়ির কাছেই আমবাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় মৃতদেহ। ভোরবেলায় প্রাতঃভ্রমণ কারীরা আমবাগানে গেলে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়। চাঁচল থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News, West Bengal news