আরও পড়ুন: ২১০০০ পদে নিয়োগে দুর্নীতি! আদালতে জানালেন সিবিআই SIT প্রধান অশ্বিন শেনভি
দেশ জুড়ে জি২০ সামিটের ২০০-এর কাছাকাছি বৈঠক হওয়ার কথা রয়েছে৷ তার মধ্যে কয়েকটি হবে কলকাতা শহরে ও শিলিগুডি়তে৷ সব মিলিয়ে রাজ্যে একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে৷ সেই বৈঠকে সরকারি আধিকারিকরাও থাকবেন৷ মনে করা হচ্ছে, সেই বৈঠক নিয়ে এ বার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে মুখ্যমন্ত্রীর৷ সেই কারণেই ভার্চুয়ালি এই বৈঠক ঠিক করা হয়েছে৷
advertisement
সোমবার সব দলের প্রতিনিধি ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন৷ সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর৷ প্রধানমন্ত্রী সমস্ত দলের ও প্রশাসনিক প্রধানদের কাছে জি২০ বৈঠক নিয়ে সহযোগীতার কথা বলেন৷ সেই সময়েই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেন, জি২০ বৈঠকে সবরকম দিক থেকে সাহায্য করবে রাজ্য সরকার৷ বিভিন্ন বিভাগের প্রশাসনিক প্রধানরাও এই বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা করেন৷