TRENDING:

'বাংলাকে বিপদে ফেলার জন্য ম্যান-মেড বিপর্যয়...', রেকর্ড ভাঙা জল ছেড়েছে DVC, ক্ষোভে ফেটে পড়লেন মমতা

Last Updated:

Mamata Banerjee: সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এই পদক্ষেপ তারই আরও একটি নজির। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: DVC-র ‘বন্যা নিয়ন্ত্রণ’ আবারও বাংলাকে ‘ডুবিয়ে’ দিয়েছে। DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্য বারের থেকে বেশিই নয়, ভয়াবহ। স্পষ্টতই, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরও বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এই পদক্ষেপ তারই আরও একটি নজির। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেড়েছে, ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩০ গুণ। দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরও বেশি বেশি করে ঘটতে থাকা এক ম্যান-মেড বিপর্যয়।”

advertisement

আরও পড়ুন: দুরন্ত বেগে ছুটছিল তিস্তা-তোর্সা, হঠাৎ ঝনঝনঝনাৎ…! ইমার্জেন্সি ব্রেক চাপলেন ‘লোকো পাইলট’! যা ঘটল পরমুহূর্তেই, ছুটে এল RPF

তথ্য অনুযায়ী:

•২০২৪ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার

•২০২৫ সালের জুন ও জুলাই মাসে DVC থেকে জল ছাড়া হয়েছে: ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার

advertisement

আরও পড়ুন: ডিএ মামলার শুনানি…! কী হল আজ সুপ্রিম কোর্টে? রাজ্য সময় চাইতেই যা বলল শীর্ষ আদালত

এই বছর এই বিপুল ও নজিরবিহীন পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিধ্বস্ত হয়েছে, বিপুল ফসল নষ্ট হয়েছে, প্রচুর বাঁধ ভেঙেছে, অসংখ্য রাস্তা ভেঙেছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে – তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে।

advertisement

আরও পড়ুন: পটল-ঝিঙে ছাড়ুন…! এই ‘সবজি’ সুগারের ‘যমরাজ’, বছরে মাত্র ৯০ দিন মেলে, গলগলিয়ে গলায় মেদ, ঝড়ের গতিতে কমায় ওজন, নোট করুন ‘নাম’!

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “বাংলায় বন্যা ঘটানোর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে ক্রমাগত বাড়ছে, তা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এর মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি! অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বাংলাকে বিপদে ফেলার জন্য ম্যান-মেড বিপর্যয়...', রেকর্ড ভাঙা জল ছেড়েছে DVC, ক্ষোভে ফেটে পড়লেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল