‘ভারত আমার ভারতবর্ষ,
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি ধন্য গো।’
আরও পড়ুন: সুগারের রোগীদের জন্য মাস্ট..! এই ‘সবজি’ আর ‘ফল’ ডায়বেটিসের শত্রু! দেখে নিন লিস্ট
এদিন প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় দেশাত্ববোধক গানের লাইন উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, “আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি তথা- সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুন্ন রাখার। আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই।”
advertisement
আরও পড়ুন: মানবদেহের কোন ‘অংশ’ প্রতি ২ মাস অন্তর ‘পরিবর্তিত’ হয় জানেন…? চমকে দেবে ‘উত্তর’!
সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তায় মমতা লেখেন, “আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।”