মঞ্চে সদ্য প্রয়াত তৃণমূল নেতা দুলাল সরকারের ছবিতে মালা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ডুয়ার্স থেকে এবার নেতাজি জন্ম জয়ন্তী পালন করব। শহর ও পাহাড় থেকে অনেকবার করেছি। এবার ডুয়ার্সে ঘুরে ঘুরে করব। আমি স্বজন হারিয়েছি। চৈতালি বাবলার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব। মাফিয়াদের জায়গা এই সমাজে নেই। যারা সন্ত্রাস করে, যারা মা বোনেদের ওপর অত্যাচার করে তাদের জায়গা এই সমাজ নয়। চৈতালির পাশে আমরা সবাই আছি।”
advertisement
আরও পড়ুন: কোন ‘গন্ধ’ সাপের জন্য ‘বিষের’ সমান বলুন তো…? চমকে দেবে ‘উত্তর’, শিওর!
মমতা বলেন, “বিডিওদের দেখে বলব শিক্ষা নিন। আমার মুখ্যসচিব ভিজিট করছেন। বিডিও, ওসি, জেলা পরিষদ, এমএলএদের বলব আপনারা ভিজিট করুন। সপ্তাহে অন্তত এক ঘণ্টা গরীব মানুষের বাড়ি গিয়ে বসুন। চা, দুধ নিয়ে যান। তাদের সাথে বসে চা খান। মাটির দাওয়া, খাটিয়ায় বসবেন। আর সমস্যা আছে কিনা তা জানবেন। সমস্যা থাকলে দুয়ারে সরকারে যেতে বলবেন।”
আরজি কর প্রসঙ্গ তুলে মমতা বলেন, “আমরা যে কেস নিই, যে কথা প্রথম বার বলি, সেটা নিয়েই থাকি। দেখলেন তো আরজি কর। কেউ যদি দানবিক, পৈশাচিক হয় তার জন্য কী করে মানবিক হয়। যে অন্যায় করল তাকে কি করে ক্ষমা করব? আমি শকড। আমরা প্রথম দিন থেকেই ফাঁসি চেয়েছি। জাজমেন্ট আমার প্রথম পছন্দ হয়নি। হ্যাঁ এটা সংবেদনশীল বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ভাইদের দায়িত্ব দিচ্ছি বোনেদের দেখে রাখবেন। বোনেদের বলব কোথাও কিছু দেখলে পুলিশকে জানাবেন।”