'কী শাস্তি চান...?' শেষ মুহূর্তে জিজ্ঞেস করলেন বিচারক! সঞ্জয় রাইয়ের উত্তর কী ছিল জানেন? চমকে যাবেন শুনলে!

Last Updated:
RG Kar Murder Case: দেশ তথা রাজ্য জুড়ে জনক্ষোভের জন্ম দেওয়া আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে আগেই। আজ শাস্তির বিধান দিয়ে দিল আদালত।
1/11
দেশ জুড়ে তোলপাড় ফেলে দেওয়া আরজি কর মামলার ঐতিহাসিক রায়। দেশ তথা রাজ্য জুড়ে জনক্ষোভের জন্ম দেওয়া আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে আগেই। আজ শাস্তির বিধান দিয়ে দিল আদালত।
দেশ জুড়ে তোলপাড় ফেলে দেওয়া আরজি কর মামলার ঐতিহাসিক রায়। দেশ তথা রাজ্য জুড়ে জনক্ষোভের জন্ম দেওয়া আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে আগেই। আজ শাস্তির বিধান দিয়ে দিল আদালত।
advertisement
2/11
শাস্তিস্বরূপ আজ দোষী সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর না করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর আদালত সোমবারের জন্য সঞ্জয়ের শাস্তির বিধান সংরক্ষিত রেখেছিল।
শাস্তিস্বরূপ আজ দোষী সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর না করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর আদালত সোমবারের জন্য সঞ্জয়ের শাস্তির বিধান সংরক্ষিত রেখেছিল।
advertisement
3/11
এদিন আদালতে সঞ্জয় রাই-সহ নির্যাতিতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। শেষ মুহূর্তে আদালতের ভেতরে কী ঘটেছিল? জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
এদিন আদালতে সঞ্জয় রাই-সহ নির্যাতিতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। শেষ মুহূর্তে আদালতের ভেতরে কী ঘটেছিল? জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
advertisement
4/11
'বিরল থেকে বিরলতম ঘটনা'শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অনির্বাণ দাস আজ এই মামলার রায় দেন। চূড়ান্ত সাজা ঘোষণার আগে আদালত অভিযুক্ত সঞ্জয় রাই এবং সিবিআই-এর বক্তব্য শোনে।
'বিরল থেকে বিরলতম ঘটনা'শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অনির্বাণ দাস আজ এই মামলার রায় দেন। চূড়ান্ত সাজা ঘোষণার আগে আদালত অভিযুক্ত সঞ্জয় রাই এবং সিবিআই-এর বক্তব্য শোনে।
advertisement
5/11
সঞ্জয় রাই বারবারই নিজের স্বপক্ষে নির্দোষ দাবি করে। সেই সময় সিবিআই সঞ্জয়ের এই অপরাধকে 'বিরল থেকে বিরল' মামলা হিসাবে উল্লেখ করে মৃত্যুদণ্ডের আবেদন জানায়।
সঞ্জয় রাই বারবারই নিজের স্বপক্ষে নির্দোষ দাবি করে। সেই সময় সিবিআই সঞ্জয়ের এই অপরাধকে 'বিরল থেকে বিরল' মামলা হিসাবে উল্লেখ করে মৃত্যুদণ্ডের আবেদন জানায়।
advertisement
6/11
"আপনি কি ধরনের শাস্তি চান?""আপনি কি ধরনের শাস্তি চান?" সঞ্জয় রাইকে প্রশ্ন করেন বিচারক। যার জবাবে সঞ্জয় বলে, "আমি কিছু করিনি, আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি রুদ্রাক্ষ পরেছিলাম, কিছু ভুল করলে সেই মালা ভেঙে যেত। ওরা আমাকে কথা বলতে দেয়নি”।
"আপনি কি ধরনের শাস্তি চান?""আপনি কি ধরনের শাস্তি চান?" সঞ্জয় রাইকে প্রশ্ন করেন বিচারক। যার জবাবে সঞ্জয় বলে, "আমি কিছু করিনি, আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি রুদ্রাক্ষ পরেছিলাম, কিছু ভুল করলে সেই মালা ভেঙে যেত। ওরা আমাকে কথা বলতে দেয়নি”।
advertisement
7/11
মৃত্যুদণ্ডের আবেদন সিবিআই-এর :আদালত সিবিআইয়ের দুই পক্ষের আইনজীবীর কথা শোনার পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রায়ে মৃত্যুদণ্ড দাবি করে। সিবিআই বলে, “এটি বিরল থেকে বিরলতম ঘটনা।" আরজি করে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন একজন মেধাবী ছাত্রী এবং সমাজের এক সম্পদ"।
মৃত্যুদণ্ডের আবেদন সিবিআই-এর :আদালত সিবিআইয়ের দুই পক্ষের আইনজীবীর কথা শোনার পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রায়ে মৃত্যুদণ্ড দাবি করে। সিবিআই বলে, “এটি বিরল থেকে বিরলতম ঘটনা।" আরজি করে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন একজন মেধাবী ছাত্রী এবং সমাজের এক সম্পদ"।
advertisement
8/11
সিবিআই-এর আইনজীবী আরও যোগ করেন, "সুপ্রিম কোর্ট এই মামলাটি স্বেচ্ছায় গ্রহণ করেছে। এই মামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। মেডিক্যাল শিক্ষার্থীরাও যদি দেশে নিরাপদ না হয়, শুধুমাত্র মৃত্যুদণ্ডই এরপর সমাজে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।"
সিবিআই-এর আইনজীবী আরও যোগ করেন, "সুপ্রিম কোর্ট এই মামলাটি স্বেচ্ছায় গ্রহণ করেছে। এই মামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। মেডিক্যাল শিক্ষার্থীরাও যদি দেশে নিরাপদ না হয়, শুধুমাত্র মৃত্যুদণ্ডই এরপর সমাজে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে।"
advertisement
9/11
সঞ্জয় রাইয়ের পক্ষে আইনজীবী কী বলেন:সিবিআইয়ের বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে সঞ্জয় রাইয়ের আইনজীবী যুক্তি দেন, এটি একটি 'বিরল' মামলা নয়। তিনি আরও বলেন যে সিবিআইকে প্রমাণ করতে হবে যে এই রায়কে 'সংস্কার' করা যাবে না।
সঞ্জয় রাইয়ের পক্ষে আইনজীবী কী বলেন:সিবিআইয়ের বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে সঞ্জয় রাইয়ের আইনজীবী যুক্তি দেন, এটি একটি 'বিরল' মামলা নয়। তিনি আরও বলেন যে সিবিআইকে প্রমাণ করতে হবে যে এই রায়কে 'সংস্কার' করা যাবে না।
advertisement
10/11
কী বললেন অভিভাবকদের পক্ষে আইনজীবী?এদিকে, নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবীরা অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করে। আইনজীবী বলেন, "ওই রাতে আসামির গতিবিধি থেকে বোঝা যায় সে কোথায় যাচ্ছিল। তাকে দোষী সাব্যস্ত করা হয়। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য প্রার্থনা করি, যা মৃত্যুদণ্ড।”
কী বললেন অভিভাবকদের পক্ষে আইনজীবী?এদিকে, নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবীরা অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করে। আইনজীবী বলেন, "ওই রাতে আসামির গতিবিধি থেকে বোঝা যায় সে কোথায় যাচ্ছিল। তাকে দোষী সাব্যস্ত করা হয়। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য প্রার্থনা করি, যা মৃত্যুদণ্ড।”
advertisement
11/11
যুক্তি তর্ক সওয়াল-জবাব শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে বিচারক সাজা ঘোষণা করেন। সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাস অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত।
যুক্তি তর্ক সওয়াল-জবাব শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে বিচারক সাজা ঘোষণা করেন। সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাস অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত।
advertisement
advertisement
advertisement