ইতিমধ্যেই পুজো উদ্বোধনের এই সুচি ও চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজোর উদ্বোধন যে ক্লাবগুলো করে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্যদিকে তিনি দুর্গাপুজোর উদ্বোধন এ বছর প্রথম জেলায় জেলায় ভার্চুয়ালি করেছেন। দুর্গাপুজোর উদ্বোধন তিন দফায় প্রায় এক হাজারের কাছাকাছি পুজোর উদ্বোধন করেছেন। মহালয়ার দিন থেকেই বিভিন্ন জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, তবে এখনও পর্যন্ত সূচি অনুযায়ী এই চারটি কালীপুজোরই উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই কালীপুজো করেন।
advertisement
আরও পড়ুন : বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলির ভূমিকায় ক্ষুব্ধ পর্ষদ সভাপতি, দিলেন কড়া বার্তা
অন্যদিকে সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। চার দিনের উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ির মাল বাজারে মাল নদীর হড়পা বানের নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। দেখা করার পাশাপাশি মঙ্গলবার মাল বাজারে একটি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ফের সাক্ষাৎ করেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রত্যেক সদস্যকে চাকরির অফার লেটার ও এদিন মুখ্যমন্ত্রী নিজের হাতে তুলে দেন পরিবারের সদস্যদের।
অন্যদিকে যারা সাহসিকতা দেখিয়ে বাসিন্দাদের উদ্ধার করেছিলেন হড়পা বান থেকে তাদের মধ্য থেকে সাতজনকে এদিন পুরস্কৃত করা হয়। ১ লক্ষ টাকার চেক ও একটি করে সম্মান পত্র এদিন তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : পঞ্চায়েত ভোটের আগে CAA অস্ত্রে শান... বনগাঁয় আরও 'বড়' পূর্বাভাস শোনালেন শুভেন্দু অধিকারী
বুধবার শিলিগুড়িতে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর সেই বিজয়া সম্মেলনীতে উত্তরবঙ্গের সব ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের শিল্পপতি-সহ বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই বিজয়া সম্মিলনীতে। থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনী অনুষ্ঠানে। বৃহস্পতিবার দুপুরেই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়