মুখ্যমন্ত্রী বলেন, ''৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা। ভারত সেবাশ্রম সংঘ অনেক ভালো কাজ করে। গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। করোনার সময় সমস্যা থাকলেও আমাদের মেলা হয়েছে। গঙ্গাসাগরে আমরা ট্য়াক্স তুলে দিয়েছি। জেলাপরিষদ থেকে একটা ইন্সুরেন্স করা হয়েছে। ২৫৫০ সরকারি বাস, ৫৫০ টি বেসরকারি বাস ব্যবহার করা হবে। রেলকে অনুরোধ করব নামখানা, হাওড়া, শিয়ালদহতে যাতে বেশি ট্রেন চালানো যায়। মেলা পরিষ্কার করার জন্য ১০ হাজারের বেশি টয়লেট, সব ব্যবস্থা থাকছে। বিচ পরিষ্কার করার জন্য ৩০০০ ভলান্টিয়ার নেওয়া হবে। আমাদের লক্ষ্য প্লাস্টিক ফ্রি করা।''
advertisement
আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে বড় নির্দেশ তৃণমূলের, পদাধিকারীদের জন্য জারি হল বিজ্ঞপ্তি!
করোনা পরিস্থিতি কাটিয়ে এবারে গঙ্গাসাগর মেলার ভিড় আরও বাড়বে বলেই অনুমান করছে প্রশাসন। সেই কথা মাথায় রেখেই এবার আরও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপও নিতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। তা নিয়ে বেশ কয়েক দফার নির্দেশ আজকের বৈঠক থেকে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: 'শুভেন্দু পালিয়ে এসে অমিত শাহের শরণাপন্ন হয়েছে', বেনজির আক্রমণ কুণালের
পাশাপাশি ডিসেম্বরে শেষ দিকে বা জানুয়ারি প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গঙ্গাসাগর সফরে যেতে পারেন। সাধারণত গঙ্গাসাগর মেলার আগে মুখ্যমন্ত্রী সরেজমিনে গঙ্গাসাগরে যান। ডিসেম্বরের শেষ দিকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরে যেতে পারেন সেই প্রস্তুতি ধরেই এগোচ্ছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব এক প্রস্থ বৈঠক করে ফেলেছেন। মূলত দু'বছর করোনা কাটিয়ে এবার পূণ্যার্থীরা দের ভিড় সব রেকর্ড ছাপিয়ে যাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। আর তাই জনসমাগম বেশি হবে ধরে নিয়ে পরিষেবার পরিধিও বাড়ানো হচ্ছে।