মমতার সংযোজন, ''দুয়ারে সরকারের আইডিয়ার অপর রূপ আছে। সরকার সরকারের কাজ করবে। কিন্তু দলীয় স্তরেও অভিযোগ আসে৷ প্রায় ৮০% পঞ্চায়েত আমাদের। সব মানুষকে কভার করা হয়েছে। আমাদের এখনও ২৫% কাজ বাকি আছে। দুয়ারে সরকার মারফর আমরা রিসিভ করেছি৷ সরকার সরকারের কাজ করব৷ যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার চলছে। দলও কাজ করবে। দল ২৫ বছরে চলে এসেছে। অনেক সহকর্মীকে হারিয়েছি। আমাদের এক চতুর্থাংশ আন্দোলন করেই চলে গেছে। আগে গুলির ফোয়ারা দেখতাম।''
advertisement
আরও পড়ুন: 'তালিকায় ৩৫০ নেতা', বিরাট ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! তুমুল আলোড়ন
তৃণমূল নেত্রী আরও বলেন, ''সেই সব দিন অনেক কষ্টে পেরিয়ে এসেছি। আজ যাদের কাজ নেই বড় বড় কথা বলেন, তাদের বলছি, আমরা বিরোধীতে থাকাকালীন ডেডিকেটেড থেকেছি উন্নয়নে। মিডিয়াকে স্বাধীন ভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না। দায়বদ্ধতা তাদের কেন্দ্রের সরকারের কাছে৷ একটা দুটো ঘটনা ঘটলেও আমরা দুঃখিত। এমন যাতে না হয় তা আমরা দেখছি। সামাজিক ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে।''
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা, ''দুয়ারে সরকারের মতো এবার দুয়ারে তৃণমূল। এটা অনেক বড় কাজ। আমরা বিএসকে কেন্দ্র চালু করেছি। সেখানে বিনাপয়সায় সাহায্য পাওয়া যাবে৷ মানুষের কাছে সমস্যা থাকলে তার দ্রুত সমাধান হবে৷ নীচের লেভেলে যাতে ফাইল না পড়ে থাকে সেটা দেখতে হবে। কে কী বলল সেটা না দেখে আমাদের কাজ করতে হবে। আমরা আপনাদের কাছে, মানুষের কাছে দায়বদ্ধ।''
আরও পড়ুন: চলতি মাসেই রাজ্য়ে পর পর মোদি- শাহ, এখন থেকেই চব্বিশের অঙ্ক কষছে বিজেপি
পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই তিনি বলেন, ''দুয়ারে সরকার তো আর ভোটকে মাথায় রেখে হয়নি৷ রেশন ভোটের আগে দেওয়া হল তারপর বন্ধ। আমরা যা কমিটমেন্ট করেছিলাম সেটা রেখেছি। আমরা মানুষের কাছে আমরা দায়বদ্ধ। একতাই আমাদের সম্পদ। সরকার আমাদের মানুষের পক্ষে৷ মানুষ এখন কাজে ব্যস্ত এতো তাতে মানুষের কাছে যাওয়া কমে গেছে। কোন জায়গা বঞ্চিত থাকলে তা আমরা জানতে পারব। ধর্মীয় স্থান পর্যবেক্ষণ করবে। প্রয়োজন হলে আমিও যাব।''