TRENDING:

Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী! মারাত্মক অভিযোগ মমতার

Last Updated:

Mamata Banerjee: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার ধরনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দমদম বিমানবন্দর থেকে ওড়িশ্যার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাস্তা, আবাসন-সহ ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। আগামী ২৯ তারিখ দিল্লিতে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসব।"
দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী
দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী
advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "এবারেরও বাজেটে ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। আবাসন-রাস্তার টাকা দেয়নি। ১২ হাজার নতুন রাস্তা আমরা করছি। নিজেদের টাকা দিয়ে করছি। আমরা রাস্তা বাবদ, ১০০ দিনের কাজ এবং আবাসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা পাই। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে ৬ মাস আগে দেখা করে এসেছি। অমিত শাহ কলকাতায় এসেছিলেন, তাঁকেও আমি বলেছি। তাঁদের সবাইকে বারবার চিঠি লেখা হয়েছে। বারবার বলা হয়েছে। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি, বিজেপির কথায় কিছু টিম পাঠিয়ে দেওয়া হচ্ছে।"

advertisement

মমতা বলেন, "কিছু না থাকলেও সিবিআই, ইডি চলে আসছে। মনে হচ্ছে সিবিআই-এর ডিরেক্টর বিজেপির প্রেসিডেন্ট। আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গিয়েছে ওরা। এভাবেই দেশ চলছে! ১০০ দিনের কাজ গরিব মানুষের কাজ। আমি চিরদিন গরিব মানুষদের জন্য লড়াই করেছি।"

আরও পড়ুন,  ঝাড়ুদারের জন্য ৪ লক্ষ, টাইপিস্ট ৭ লাখ! কোন পদে কত দামে চাকরি বেচতেন অয়ন?

advertisement

আরও পড়ুন, দিঘাগামী বাসের সঙ্গে সংঘর্ষ, বাগনানে গাড়িতে ৩ ঘণ্টা আটকে তিন যাত্রীর দেহ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও বলেন, "১০০ দিনের কাজ, আবাসন প্রকল্প, রাস্তার কাজ, গরিব মানুষদের এখনও ৭ হাজার কোটি টাকা বাকি আছে। কাজ করার পরেও টাকা দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের বাংলাকে ব‍ঞ্চনা করার জন্য আগামী ২৯ তারিখ আমি ধরনায় বসব। মুখ্যমন্ত্রী হিসাবে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসব। ৩০ তারিখ সন্ধ্যা বেলায় শেষ করব। তারপরে আমরা ব্লকে ব্লকে যাব।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী! মারাত্মক অভিযোগ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল