এদিন বৈঠক নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১৭ তারিখে দিল্লি যাব। বাংলার অধিকার ছিনিয়ে নিয়েছে। সেটা ফিরিয়ে নিতে যাব। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি। আমার পয়সা ফেরত নিতে দিল্লি যাচ্ছি।” তিনি আরও বলেন, “কেউ কেউ লোক কাজ ফেলে রাখেন। আমরা এটা পছন্দ করি না। বাংলায় যা হয়েছে, অনেক দেশে তাই হচ্ছে। আমরা দেশকে নেতৃত্ব দেব। বাংলাই দেশকে নেতৃত্ব দেবে।”
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি চাই উত্তরবঙ্গে অনেক তথ্যপ্রযুক্তি শিল্প হোক। অনেক টুরিসম স্পট হবে। আগামী দিনে অনেক সুফল পাবেন। বাইরে কেউ বিপদে পড়লে আমরা তাঁকে সাহায্য করি। যে যেখানে আছেন, আমরা দেখে নেব। ইউক্রেনে এ যাঁরা ডক্টর পড়তেন, তাঁদের কেন্দ্রীয় সরকার বলেছিল কিছু করবে না। কিন্তু আমি করলাম। এখন তাঁরা আমার পথকে বেছে নিয়েছেন। মনে ভরসা রাখুন।”
আরও পড়ুন, পুরীর সমুদ্রে সাংঘাতিক কাণ্ড! জলে নামতেই টেনে নিল গোটা মানুষকে, পরের কাণ্ড মারাত্মক
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পারেন। সেই বৈঠকে যোগ দেবে কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। শেষ ৫ রাজ্যের ভোটে একমাত্র তেলেঙ্গানা বাদ দিয়ে বাকি ৩ বড় রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তারপরেই একটি বৈঠকের তারিখ ঠিক করা হয়েছিল।
কিন্তু সেই বৈঠক সম্পর্কে জানানো হয়নি বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই তারিখ পিছিয়ে নতুন করে ঠিক করা হয়। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেই বৈঠকে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।