২০১৬ থেকে ’১৯ করিমপুর বিধানসভার বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র৷ জয়ের ব্যবধান ছিল প্রায় ১৬ হাজার৷ সেখানেই প্রচারে মাঠে-ঘাটে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল মহুয়াকে৷ তবে ২০১৯-এর নির্বাচনে আরও বড় দায়িত্ব পড়ে তাঁর কাঁধে৷ তিনি কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে লোকসভায় তৃণমূল প্রার্থী হন, যে আসনে সাংসদ ছিলেন তাপস পাল৷ ২০১৯-এর নির্বাচনেও ৬৩ হাজারের বেশি ভোটে লোকসভায় নির্বাচিত হন তিনি৷ তৃণমূলের সে বারে মোটে ভাল ফল হয়নি, তবু মহুয়ার জয় ছিল তাৎপর্যপূর্ণ৷
advertisement
কিন্তু আপাতত যে আসনের সাংসদ মহুয়া, সেই কৃষ্ণনগরে তিনি এলেও করিমপুরের কথা বারংবার ফিরে ফিরে এসেছে তাঁর কথায়৷ কিন্তু বিধানসভা এলাকার হিসাব বলছে, কৃষ্ণনগর লোকসভা আসনের মধ্যে সেটি পড়ে না৷ কৃষ্ণনগর লোকসভা আসনের মধ্যে রয়েছে তেহট্ট, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র৷ করিমপুর মুর্শিদাবাদে, আর কৃষ্ণনগর নদিয়ায়৷ করিমপুর পড়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের৷ সেখানে ২০১৯ সালের ২ লক্ষের বেশি ভোটে জয় পেয়েছিলেন তৃণমূলের আবু তাহের খান৷ মমতা স্পষ্ট করে দিলেন, করিমপুর আবু তাহের খানের এলাকা, সেখানার সমস্যা আবুই মেটাবেন, নিজের এলাকা কৃষ্ণনগরের সমস্যা নিয়ে, নিজের এলাকায় থাকতে হবে মহুয়াকে৷