মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এ দিন কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূলের প্রচুর কর্মী, সমর্থক ভিড় করেছিলেন৷ বিমানবন্দর থেকে বেরিয়ে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়ান মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত শনিবার, ২২ মার্চ কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷
আরও পড়ুন: অক্সফোর্ডে বক্তৃতার মাঝে পোস্টার হাতে বিক্ষোভ, একাই সামলালেন মমতা!
মুখ্যমন্ত্রীর এ বারের সফরের মূল আকর্ষণ ছিল অক্সফোর্ডের কেলগ কলেজে সামাজিক উন্নয়ন বিষয়ক বক্তৃা৷ এর পাশাপাশি বিভিন্ন শিল্প গোষ্ঠীর কর্তা এবং প্রতিনিধিদের সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে৷ কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর বিষয়েও লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী তদ্বির করেছেন৷
advertisement
তবে সফর নির্বিঘ্নে শেষ হলেও কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিক্ষোভ দেখিয়েছিলেন জনাকয়েক মানুষ৷ সেই বিক্ষোভও অবশ্য ঠান্ডা মাথাতেই সামাল দেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব এবং দর্শকদের চাপের মুখে পড়ে সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বিক্ষোভকারীরা৷ মুখ্যমন্ত্রীকে এ দিন স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা৷