নজরুল মঞ্চের কর্মিসভায় বক্তৃতা করার সময় তৃণমূলুনেত্রীকে বলতে শোনা যায়, "চুরি কেন করতে হবে? আমি ৭ বার সাংসদ ছিলাম। ১ লক্ষ টাকার বেশি পেনশন হয়ে গিয়েছে। আর মুখ্যমন্ত্রী হিসাবেও সব কিছু মিলিয়ে দেড় লক্ষ টাকা পেতে পারি। এবার এক লক্ষ আর দেড় লক্ষ করে ১১ বছরের হিসাব করুন। আমি এক পয়সাও নিইনি। আমি বইয়ের রয়্যালটি পাই। আমি গানের সিডি থেকে টাকা পাই।"
advertisement
আরও পড়ুন: চলতি মাসেই রাজ্য়ে পর পর মোদি- শাহ, এখন থেকেই চব্বিশের অঙ্ক কষছে বিজেপি
এরপরেই পরিবারের প্রসঙ্গ টেনে তৃণমূলনেত্রীর মন্তব্য, "আমার পরিবার বড় হয়েছে। আমাকে কাউকে হেল্প করতে হয় না। আমি আমার পরিবারের সদস্যদের ছোট ছোট জিনিষ দিলেও খুশি হয়। এই অভিষেক বলছিল, তুমি আমার ছেলে-মেয়েদের খেলনা দাও। কই আমায় তো দিতে না। দলে আমি বলে কিছু হয় না। পরিবারটাই সব।"
আরও পড়ুন:'দিদির সুরক্ষা কবচ', পঞ্চায়েতের আগে জনসংযোগে নয়া কর্মসূচি তৃণমূলের
এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির পর থেকে তৃণমূলের বিরুদ্ধে বারবারই দুর্নীতির অস্ত্রে শান দিতে দেখা যায় বিজেপি-কে। এমনকি, সূত্রের খবর, ভোটের আগেও গ্রামে গঞ্জে গিয়ে এই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই পঞ্চায়েতের প্রচার চালাতে চায় বিজেপি। এরমধ্যেই এমন মন্তব্য মমতার।