TRENDING:

Mamata Banerjee injury: মাথায় ব্যান্ডেজ, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট! তবু হাসপাতালে থাকতে নারাজ, বাড়িতেই ফিরলেন মমতা

Last Updated:

হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মাথায় এবং নাকে মোট চারটি সেলাই নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিন সন্ধ্যায় নিজের বাড়ির ভিতরেই পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী৷ কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে থাকে তাঁর৷ তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা৷

আরও পড়ুন: মমতার কপালে গভীর ক্ষত, পড়ল একাধিক সেলাই! কেমন আছেন মুখ্যমন্ত্রী?

advertisement

মুখ্যমন্ত্রীর মাথায় সিটি স্ক্যানও হয়৷ তবে সিটি স্ক্যান রিপোর্টে উদ্বেগজনক কিছু না মেলায় রা সাড়ে ৯টা নাগাদ ছেড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে৷

advertisement

হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বের করা হয় মুখ্যমন্ত্রীকে৷ দেখা যায়, তাঁর কপাল জুড়ে ব্যান্ডেজ রয়েছে৷ মুখ্যমন্ত্রীকে দেখেই দৃশ্যত বিধ্বস্ত লাগছিল৷ রাত ৯.৪০ নাগাদ কালীঘাটের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী৷

হাসপাতাল থেকে বেরনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘মুখ্যমন্ত্রীর মাথায় একটা সিরিয়াস আঘাত রয়েছে৷ নাকেও একটি সেলাই পড়েছে৷ মাথায় তিনটি সেলাই পড়েছে৷ তবে বাংলার মানুষের আশীর্বাদ এবং সর্বশক্তিমানের কৃপায় তিনি সুস্থ আছেন৷’

advertisement

মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীরা হাসপাতালে পৌঁছন৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীকে দেখে এসে জানান, ‘আমার সঙ্গে কথা বলেছেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর মাথায় প্রচণ্ড যন্ত্রণা রয়েছে৷’

হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ কিন্তু মুখ্যমন্ত্রী যথারীতি হাসপাতালে থাকতে রাজি হননি৷ তাই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে বের করে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করানো হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে অন্তত সাত দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ প্রতিদিনই বাড়িতে গিয়ে তাঁকে পরীক্ষা করে আসবেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রীর উপরে সর্বক্ষণ দেখাশোনার জন্যও কাউকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee injury: মাথায় ব্যান্ডেজ, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট! তবু হাসপাতালে থাকতে নারাজ, বাড়িতেই ফিরলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল