Mamata Banerjee injury: মমতার কপালে গভীর ক্ষত,পড়ল চারটি সেলাই! কেমন আছেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে৷

হাসপাতাল থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী৷
হাসপাতাল থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী৷
কলকাতা: অন্যান্য দিনের মতো সন্ধে বেলায় বাড়িতে হাঁটতে গিয়েই কোনওভাবে পড়ে গিয়েই কপাল ফাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মুখ্যমন্ত্রীর কপাল ফেটে গিয়ে দর দর করে পড়তে থাকে রক্ত৷ আঘাত লাগে মুখ্যমন্ত্রীর নাকেও৷ খবর, খবর পেয়ে রক্তাক্ত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই৷
এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে৷ বেশ কয়েকটি সেলাই পড়েছে৷ তবে রক্ত বন্ধ করা গিয়েছে৷ মুখ্যমন্ত্রীর নাকে একটি এবং কপালে তিনটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ তবে ঝুঁকি না নিয়ে মুখ্যমন্ত্রীর মাথার সিটি স্ক্যান এবং এমআরআই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর চিকিৎসায় দশজন চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে৷ মেডিসিন, ক্রিটিকাল কেয়ার, অর্থোপেডিক, কার্ডিয়লজি, নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখছেন৷ নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মুখ্যমন্ত্রী পড়ে গেলেন, তা খতিয়ে দেখতে চাইছেন চিকিৎসকরা৷ তবে মুখ্যমন্ত্রী স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যসচিব থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতানেত্রীরা হাসপাতালে পৌঁছতে শুরু করেন৷
ইতিমধ্যেই পাঁচ থেকে ছ জন চিকিৎসকের পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রীকে রাখা হয়েছে বলে সূত্রের খবর৷ এসএসকেএমের উডবার্ন ব্লকের সাড়ে বারো নম্বর কেবিনে প্রথমে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসার প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম-এরই ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হতে পারে৷
advertisement
তবে মুখ্যমন্ত্রী কখনওই দীর্ঘ সময় হাসপাতালে থাকতে চান না৷ ফলে রাতে তাঁকে বাড়ি নিয়ে আসা হতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে৷ এ দিন সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দুর্ঘটনা ঘটে বলে খবর৷
সহ প্রতিবেদন-আবীর ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee injury: মমতার কপালে গভীর ক্ষত,পড়ল চারটি সেলাই! কেমন আছেন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement