এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি জায়গায় বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পোলিং স্টেশন তৈরির বিষয়ে উদ্বেগপ্রকাশ করে বলেন, ‘‘আমাদের নজরে এসেছে বিভিন্ন বেসরকারি স্থানে বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পোলিং স্টেশন তৈরির ব্যাপারে বিবেচনা করছে। জেলা আধিকারিকদের এমন জায়গা তৈরি করতে বলা হচ্ছে। এটা কেন হবে? এই ধরণের প্রস্তাব গভীর সমস্যার কারণ হবে।’’
advertisement
মমতা জানান, পোলিং স্টেশন সব সময় সরকারি জায়গা বা আধা সরকারি প্রতিষ্ঠানে হয়। নিরপেক্ষতা ও নিরাপত্তা দু’টি সুবিধার কথা মাথায় রেখে। তা সত্ত্বেও কমিশন করেন জেলা আধিকারিকদের এমন নির্দেশ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷
তাঁর মতো, ‘‘বেসরকারি বা ব্যক্তিগত আবাসন এড়িয়ে চলাই উচিত। কেন কেন কেন? এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে নির্বাচনী অস্বচ্ছতা ডেকে আনবে। এই সিদ্ধান্ত কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতার কারণে জরুরি ভিত্তিতে বিবেচনা করুক৷’’
আরও পড়ুন: রাজ্যের দুই প্রান্তের, দুই পুরসভা! দায়িত্ব হস্তান্তর নিয়ে শুরু রাজনৈতিক তরজা
এর পাশাপাশি, ডেটা এন্ট্রি অপারেটরদের নতুন করে নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা৷ তাঁর প্রশ্ন, ‘‘এতদিন ধরে ফিল্ড অফিশিয়ালরা তাদের প্রয়োজন মতো ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করে। তারপরে জরুরি প্রয়োজন থাকলে। জেলা নির্বাচনী আধিকারিক নিয়োগ করতে পারে সেই ক্ষমতা দেওয়া আছে। এটাই বরাবর হয়ে আসছে। এরপরে হঠাৎ করে সিইও অফিসের এমন সিদ্ধান্ত কেন? প্রচলিত সিদ্ধান্তর বাইরে গিয়ে কেন এমন সিদ্ধান্ত? যারা ইতিমধ্যেই কাজ করছে তাদের বাদ দিয়ে বা আপত্তি জানিয়ে। তাহলে এর পেছনে কি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা? কায়েমি স্বার্থ রক্ষার চেষ্টা?’’
