মাত্র কয়েক মাস আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকার এবং শাসক দলের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷ এমন কি বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের পরামর্শও দিয়েছেন তিনি৷ পাল্টা রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: সিনেপ্রেমীদের জন্য সুখবর! জানুয়ারিতেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...
advertisement
এ দিন রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল৷ করোনা অতিমারির জন্য দু' বছর বন্ধ থাকার পর আগামী বছর ফের শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Biswa Bangla Global Summit)৷ আগামী বছরের ২০ এবং ২১ এপ্রিল এই আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷ বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেই শিল্পপতি এবং বিশিষ্টজনদের সামনে রাজ্যের তরফে সেই ঘোষণা করা হয়৷ এই প্রসঙ্গ টেনেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলার জন্য লগ্নি টানতে তৎপর রাজ্য সরকার৷ আমরা চাই রাজ্যপালও বিদেশ সফরে গিয়ে বিনিয়োগ আনার চেষ্টা করুন৷'
আরও পড়ুন: শিল্পই লক্ষ্য! দু’বছর পর ফের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার...
মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব সাদরে গ্রহণ করেন রাজ্যপাল জগদীপ ধনখড৷ রাজ্যের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'খুবই ভাল প্রস্তাব৷ বেঙ্গল ইজ রাইজিং৷ বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারলে খুবই ভাল লাগবে৷ রাজ্যপাল হিসেবে যা যা করণীয় সবই করব৷'
অতীতে অবশ্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সৌজন্যের সাক্ষী থেকেছে রাজ্য বিধানসভা৷ রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজ ভবনেও হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেই সৌজন্য ছিল ক্ষণস্থায়ী৷ রাজ্যের জন্য বিনিয়োগল টানতে মুখ্যমন্ত্রীর প্রস্তাব রাজ্যপাল- মুখ্যমন্ত্রীর চেনা সমীকরণে বদল আসে কি না, সেটাই এখন দেখার৷