ফল প্রকাশের পর একমাস পেরিয়েছে। এরই মধ্যে 'ঘর ওয়াপসির' বার্তা দিয়েছেন সোনালি গুহ, সরলা মুর্মু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক তৃণমূল ত্যাগী নেতা-নেত্রী। এমনকী তৃণমূল সূত্রে খবর, ৮ BJP বিধায়ক ও ৩ বিজেপি সাংসদ তৃণমূলে নাম লেখানোর অপেক্ষায় আছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, মুকুল রায়কে নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। মুকুলের স্ত্রী'কে দেখতে অভিষেকের হাসপাতাল যাত্রা ও মুকুল পুত্রের অভিষেক 'প্রীতি' আলাদা মাত্রা যোগ করেছে রাজ্য রাজনীতিতে।
advertisement
তাৎপর্যপূর্ণ ভাবে, কাল তৃণমূলের বৈঠকে থাকবেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।জানা গিয়েছে, ভোটে অভাবনীয় ফলের পর প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক ফের আগামী সপ্তাহ থেকেই তৃণমূলের হয়ে প্রচারে নামছে। সেক্ষেত্রে মমতাকে সর্বভারতীয় স্তরে তুলে ধরাই প্রশান্তের পরবর্তী লক্ষ্য বলে ধারনা রাজনৈতিক মহলের।
অপরদিকে, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে নেতা-কর্মীদের বিজেপিতে যোগদান ছিল রোজকার ব্যাপার। কিন্তু ভোটের ফল প্রকাশ পাওয়ার পর থেকেই পুরনো দলেই ফিরতে চান অধিকাংশ নেতারা। সেই তালিকায় রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল পুত্র শুভ্রাংশু রায়, সব্যসাচী দত্তের মতো নেতাদের নিয়েও জল্পনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী দলে ফিরতে চাওয়া নেতাদের নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার।
যদিও গত ২ মে, ভোটের ফল প্রকাশের দিনই পুরনো নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে তৃণমূল নেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জবাব দিয়েছিলেন, 'আসতে চাইলে আসবে। ওয়েলকাম তাঁদের।' আর নেত্রীর সেই বার্তা নিয়েই আশায় দিন গুণছেন বহু প্রাক্তন তৃণমূল নেতা।