TRENDING:

Baguiati Twin Murder Case: বাগুইআটি কাণ্ডে 'ব্যথিত' মমতা, আইসি-কে ক্লোজ করে তদন্তে সিআইডি! জানালেন ফিরহাদ

Last Updated:

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, দুই ছাত্রের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় তৎপর রাজ্য সরকার৷ বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সিআইডি-কে৷ এ দিন নবান্ন থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বাগুইআটি কাণ্ডে পুলিশের যে গাফিলতি ছিল, তা কার্যত স্বীকার করে নিয়েছেন ফিরহাদ৷
:
:
advertisement

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, দুই ছাত্রের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত৷ মুখ্যমন্ত্রী নিজে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছেন৷ আজই বিধাননগর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন সিআইডি আধিকারিকরা৷ তদন্তের শুরুতেই পুলিশের সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল বলেও মন্তব্য করেন ফিরহাদ৷

ফিরহাদ হাকিম এ দিন বলেন, 'আইসি-র আরও তৎপর হওয়া উচিত ছিল, পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল৷ প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমন কি সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল৷ আইসি-কে ক্লোজ করা হল, সিআইডি এই তদন্ত করবে৷ মুখ্যমন্ত্রী খুবই দুঃখ পেয়েছেন, তিনি অত্যন্ত বেদনার মধ্যে আছেনষ৷ দুটো বাচ্চা ছেলের সঙ্গে এরকম হল৷ এই দুঃখের সময় আমরা পরিবারের পাশে আছি৷ দোষীদের সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে৷ কাউকে ছাড়া হবে না৷ মুখ্যমন্ত্রী ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন৷'

advertisement

আরও পড়ুন: আজ বাগুইআটি যাচ্ছেন শুভেন্দু, দুই কিশোরের হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকায় পরের পর প্রশ্ন

গত ২২ অগাস্ট বাগুইআটি থেকে অপহূত হয় অতনু দে এবং অভিষেক নস্কর৷ ওই দিন রাতেই তাদের খুন করে দুষ্কৃতীরা৷ অথচ প্রায় দু' সপ্তাহ ধরে দুই ছাত্রের দেহ বসিরহাটের পুলিশ মর্গে পড়ে থাকলেও সেই খবর পায়নি বাগুইআটি থানার পুলিশ৷ শেষ পর্যন্ত, গতকাল দুই ছাত্রের খুনের ঘটনা প্রকাশ্যে আসে৷ এর পর থেকেই পুলিশের বিরুদ্ধে একের পর এক গাফিলতির অভিযোগ সামনে আসতে শুরু করে৷ এই ঘটনায় এখনও ফেরার মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী৷

advertisement

বাগুইআটির এই ঘটনাকে হাতিয়ার করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের উপরে চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা৷ পুলিশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ আজই বাগুইআটি থানায় যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ এরই মধ্যে বাগুইআটির ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি নিহত ছাত্র অতনু দে-র বাবা বিশ্বনাথ দে৷ ছেলের খুনিদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Baguiati Twin Murder Case: বাগুইআটি কাণ্ডে 'ব্যথিত' মমতা, আইসি-কে ক্লোজ করে তদন্তে সিআইডি! জানালেন ফিরহাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল