TRENDING:

Mamata Banerjee on SIR: 'বেড়ে খেলবেন না, আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ!' মুখ্য নির্বাচনী আধিকারিককে তোপ মমতার

Last Updated:

Mamata Banerjee on SIR: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চরম হুঁশিয়ারি মমতার
চরম হুঁশিয়ারি মমতার
advertisement

কলকাতা: বিহারে SIR প্রক্রিয়া সফল ভাবে সম্পূর্ণ হলে, পশ্চিমবঙ্গ আরও ভাল ভাবে করতে হবে। বুধবার রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে এডিএমওসি ইলেকশন, ইআরও, এইআরও , সুপারভাইজার ও সিস্টেম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারদের সঙ্গে বৈঠক করে এমন বার্তাই দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। বাংলায় এসআইআর যে হচ্ছেই, তা স্পষ্ট হতেই এবার হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা এদিন বলেন, “ওনার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। এইসব নিয়ে পরে বলা হবে। আশা করি আপনি বেড়ে খেলবেন না। উনি অনেককে থ্রেট করছেন।” মুখ্যমন্ত্রীর এহেন হুঁশিয়ারির পরই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে

advertisement

আরও পড়ুন: বিরাট ঘোষণা করে দিলেন অমিত শাহ! এসে গেল বড় পরিবর্তন! এবার থেকে আর…দেশজুড়ে প্রবল শোরগোল

বুধের পর ফের বৃহস্পতিবার বাংলায় এসআইআর করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর তোপ, ‘SIR-এর কাজ শুরু হওয়ার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী কী করে বলেন দেড় কোটি ভোটার বাদ দিতে হবে। পার্টি অফিসে বসেই কি তিনি এই কাজ করবেন? জাতীয় নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ বলে মনে করি। দু’মাসের মধ্যে সব কিছু ডিটেলস দেবে, অনেকের তো জলে সব নস্ট হয়ে গেছে।’

advertisement

সম্প্রতি উত্তরবঙ্গদক্ষিণবঙ্গে বন্যার কথা মনে করিয়ে মমতা বলেন, ‘আমি মনে করি তাড়াহুড়ো করে কোনও নাম বাদ দেওয়া হয়, কোনও অধিকার হরণ করার চেষ্টা করা হয়, অসমে NRC-র নাম করে আপনারা দেখেছেন কত হিন্দু, রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী একটা পার্টি মিটিংয়ে বলে গিয়েছেন বলে আমি শুনেছি যে, অনেক নাম বাদ দেব। এটা SIR নয়, এটা NRCআমরা তীব্র প্রতিবাদ করছি। একজন মীরজাফর আছে দিল্লিতে, এই মীরজাফররা চিরকাল বেঁচে থাকেন, এই মীরজাফররা যদি কিছু করতে থাকেন মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে।’ এই পরিস্থিতিতে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও তীব্র হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মৃ*ত্যুমুখে দাঁড়িয়ে আছেন রোগী! লড়াই হল যমের সঙ্গে...! শেষটা জানলে অবাক হবেন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on SIR: 'বেড়ে খেলবেন না, আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ!' মুখ্য নির্বাচনী আধিকারিককে তোপ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল