সম্প্রতি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বন্যার কথা মনে করিয়ে মমতা বলেন, ‘আমি মনে করি তাড়াহুড়ো করে কোনও নাম বাদ দেওয়া হয়, কোনও অধিকার হরণ করার চেষ্টা করা হয়, অসমে NRC-র নাম করে আপনারা দেখেছেন কত হিন্দু, রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী একটা পার্টি মিটিংয়ে বলে গিয়েছেন বলে আমি শুনেছি যে, অনেক নাম বাদ দেব। এটা SIR নয়, এটা NRC। আমরা তীব্র প্রতিবাদ করছি। একজন মীরজাফর আছে দিল্লিতে, এই মীরজাফররা চিরকাল বেঁচে থাকেন, এই মীরজাফররা যদি কিছু করতে থাকেন মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে।’
advertisement
আরও পড়ুন: ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার মাঝে ওটা কী? সামনে যেতেই ভয়াবহ দৃশ্য, এ তো কিশোরের দেহ! চাঞ্চল্য বরানগরে
সরাসরি বিজেপির নাম করে মমতার হুঁশিয়ারি, ‘বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কাজ শুরু হওয়ার আগেই যদি বলে দেড় কোটি নাম বাদ দেব, ইলেকশন করা ছাড়া এই কেন্দ্র সরকারের কোনও কাজ নেই। তথ্য কারচুপি করা ছাড়া, ভোট ছাড়া এরা কোনও কাজ করে না। আমি চেয়ারকে সন্মান করি। ১৫ দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করবে, এটা হয় নাকি? বাংলাটা বুঝতে হবে।’
এসআইআরের নামে এনআরসি করার ছক অভিযোগ তুলে এদিন মমতা বলেন, ‘এই বাংলা শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না। যদি মনে করেন এজেন্সি দিয়ে অ্যাকশন নেবেন নিতে পারেন। কাউকে আহত করার চেষ্টা করবেন না। রয়াল বেঙ্গল টাইগারকে যদি আহত করার চেষ্টা করেন সে কিন্তু রিয়্যাক্ট করে। গা-এর জোরে মাইথন, পাঞ্চেত থেকে জল ছাড়ছে। সবাই মিলে লড়াই করব। জনজাগরণ, জন বিস্ফোরণের জন্য প্রস্তুত থাকুন।’
সোমরাজ বন্দ্যোপাধ্যায়