মমতা আরও বলেন, “এসআইআর ফিল্ড সার্ভে নয়, ওটা মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে থ্রেট করা। এখান থেকে যিনি সিইও গিয়েছেন আশা করি তিনি বেশি এগিয়ে খেলবেন না। তাঁর বিরুদ্ধেও অনেক বেশি অভিযোগ রয়েছে। সেইসব বিষয় নিয়ে পড়ে বলব।”
আরও পড়ুন: ভারতের ‘১০,০০০ টাকা’ মালয়েশিয়ায় ‘কত’ হবে জানেন…? গ্যারান্টি, চমকে দেবে ‘এক্সচেঞ্জ’ রেট!
advertisement
মুখ্যমন্ত্রীর কথায়, “এসআইআর-এর কাজ শুরু হওয়ার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী কী করে বলেন দেড় কোটি ভোটার বাদ দিতে হবে। পার্টি অফিসে বসেই কি তিনি এই কাজ করবেন? জাতীয় নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ বলে মনে করি। দু মাসের মধ্যে সব কিছু ডিটেলস দেবে, অনেকের তো জলে সব নষ্ট হয়ে গিয়েছে। আমি মনে করি তাড়াহুড়ো করে কোনও নাম বাদ দেওয়া যেন না হয়, কোনও অধিকার হরণ করার চেষ্টা করা যেন না হয়।”
“অসমে এনআরসি-র নাম করে আপনারা দেখেছেন কত হিন্দু, রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছিল? স্বরাষ্ট্র মন্ত্রী একটা পার্টি মিটিংয়ে বলে গিয়েছেন বলে আমি শুনেছি যে অনেক নাম বাদ দেব। এটা এসআইআর নয়, এটা এনআরসি। আমরা তীব্র প্রতিবাদ করছি। একজন মীরজাফর আছে দিল্লিতে। এই মীরজাফররা চিরকাল বেঁচে থাকেন, এই মীরজাফররা যদি কিছু করতে থাকেন মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে।”