কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপের নিন্দা করে মমতা বলেন, “অমানবিক জিনিস চলছে”। রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন চড়া সুর শোনা যায় মমতার গলায়। তিনি বলেন, ‘রুজিরাকে আটকানো অমানবিক। মৃত্যু মিছিলের মধ্যে দানবীয় কাজ’।
আরও পড়ুন: বিয়ের আগে এই ১টি ‘শর্ত’ মেনে নিয়েছিলেন জয়া! অমিতাভ বলেছিলেন, এমন বউ চান না, ‘যে’…
advertisement
আরও পড়ুন: বিমানবন্দরে আটকানোর পরই রুজিরাকে ইডির তলব! একদিনে জোড়া ধাক্কার মুখে ‘অভিষেক-জায়া’
বস্তুত এদিন একের পর এক ধাক্কার মুখে পড়েন অভিষেক জায়া। সোমবার সকালেই দুই-সন্তান-সহ বিদেশ সফরের পথে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হয় বিমানবন্দরে। দুবাই যাচ্ছিলেন তিনি। সেই সময়ই বিমান বন্দরে অভিবাসন দফতরের কর্মীরা তাঁকে বাধা দেন। এমনকি এয়ারপোর্ট থেকে বেরোতেও প্রাথমিকভাবে বাধা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে।
আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিশ পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ৮ জুন বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করেছে ইডি। কয়লা পাচার মামলাতে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়।