আগামী বিধানসভা নির্বাচনে কেমন হবে তৃণমূলের ফলাফল? সরাসরি সভামঞ্চ থেকে জানিয়ে দিলেন মমতা। বললেন, ‘আগামী নির্বাচনে আরও সিট বাড়বে। কারণ আমরা মানুষের কাজ করি, উন্নয়নের কাজ করি। বাংলা যা পারে, অন্যরা কেউ পারে না।’
আরও পড়ুন: এ কী দৃশ্য! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করলেন পরিচারিকা, দেখুন ভাইরাল ভিডিও
advertisement
এদিন মমতা বলেন, ‘যারা বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছেন, তাদের কথা কখনও ভুলবেন না, যারা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে তাদের ভুলবেন না। সংস্কৃতিতে সেরা কে? আমি বলব বাংলা। এই দিনটা আজকের নয়। আমার হাতেখড়ি ছাত্র পরিষদ করে। আমি যোগমায়া দেবী কলেজে ছাত্র পরিষদ করেছিলাম। আমার বিরুদ্ধে কেউ প্রাথী দিতে পারত না। তখন আমাদের কলেজে dso ছিল। আমি লড়াই করে dso কে ভেঙে দিয়েছিলাম। তখন পার্থ দা, অশোকদারা ছিলেন। সুব্রতদার নেতৃত্বে কাজ করতাম। আমার সব মনে আছে। তখন তো তৃণমূল ছাত্র পরিষদ ছিল না। ছাত্র পরিষদ ছিল। আমাকে সব জায়গায় যেতাম। আমার মতো কেউ চেনে না দেশ টাকে।’
আরও পড়ুন: মুহূর্তে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, তোলপাড় হবে বাংলার ৭ জেলা! আবহাওয়ার বড় আপডেট
এদিন মমতার চ্যালেঞ্জ, ‘যতই চক্রান্ত করো, কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না। ললিপপ সরকার BDO, SDO, DM-দের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের আয়ু তিন মাস। আমাদের কাছে দুর্নীতি এর ভান্ডার আছে খুলে দেবো। ললিপপ সরকার এর ললিপপ বাবু আপনাদের পরিবার এর আইএএস আইপিএস দের দিয়ে চালাচ্ছেন? আপনাদের জোর জলুম মানচ্ছে না। মানবে না। বিনা যুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়েনি, ছাড়বে না।’
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
