TRENDING:

হাজার-হাজার টাকার টিকিটেও এক ফোঁটা কেন দেখা গেল না মেসিকে, যুবভারতীর বিশৃঙখলা খতিয়ে দেখতে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee On Messi Incident: কেন এভাবে বঞ্চিত হলেন দর্শকরা, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা প্রার্থণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তৈরি করে দিলেন বিশেষ তদন্ত কমিটি৷ শনিবাসরীয় যুবভারতীতে তছনছ হয়ে গেল ভারতীয় ফুটবলের সম্মান৷
তদন্ত কমিটি গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
তদন্ত কমিটি গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

মেসি উন্মাদনায় যুবভারতীতে বিশৃঙ্খলা! যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা! গ্যালারির গেট ভাঙার চেষ্টা দর্শকদের! যুবভারতীতে ছোড়া হচ্ছে বোতল! মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। মেসিকে ঘিরে বিরাট ভিড় যুবভারতীতে, ভাঙচুর হল স্টেডিয়ামের চেয়ার, মাঠে পৌঁছে গেল জনজোয়ার৷ একবার সামনাসামনি দেখার জন্য হাজার -হাজার টাকার টিকিট কেটেছিলেন দর্শকরা৷ মেসি মাঠে এক পাকও ঘোরেননি, ফলে একবারের জন্যেও কেউ দেখতে পায়নি আর্জেন্তাইন তারকাকে৷ নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়৷

advertisement

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল৷ মাঝপথ থেকেই কনভয় ঘুরিয়ে ফিরে যান তিনি৷ এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন৷

আরও দেখুন- Messi Leaves Stadium Chaos In YBK: চরম বিশৃঙ্খলা যুবভারতীতে,উড়ে আসছে চেয়ার, মাঠ জনতার দখলে, যুবভারতী ছাড়লেন মেসি, দেখুন

নিজের সোশ্যাল হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,

‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সাথে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যাঁরা তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন।

advertisement

এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেইসাথে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

আমি বিচারপতি (অব.) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে, দায়বদ্ধতা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে।

advertisement

আরও একবার, আমি সকল ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’

সেরা ভিডিও

আরও দেখুন
বিজ্ঞানই ভবিষ্যৎ! পড়ুয়াদের ফের বিজ্ঞানমুখী করতে এগরায় বিশেষ সেমিনার
আরও দেখুন

এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন তাই দেখতে চায় ফুটবলপ্রেমী জনতা৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাজার-হাজার টাকার টিকিটেও এক ফোঁটা কেন দেখা গেল না মেসিকে, যুবভারতীর বিশৃঙখলা খতিয়ে দেখতে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল