মেসি উন্মাদনায় যুবভারতীতে বিশৃঙ্খলা! যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা! গ্যালারির গেট ভাঙার চেষ্টা দর্শকদের! যুবভারতীতে ছোড়া হচ্ছে বোতল! মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। মেসিকে ঘিরে বিরাট ভিড় যুবভারতীতে, ভাঙচুর হল স্টেডিয়ামের চেয়ার, মাঠে পৌঁছে গেল জনজোয়ার৷ একবার সামনাসামনি দেখার জন্য হাজার -হাজার টাকার টিকিট কেটেছিলেন দর্শকরা৷ মেসি মাঠে এক পাকও ঘোরেননি, ফলে একবারের জন্যেও কেউ দেখতে পায়নি আর্জেন্তাইন তারকাকে৷ নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়৷
advertisement
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল৷ মাঝপথ থেকেই কনভয় ঘুরিয়ে ফিরে যান তিনি৷ এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন৷
নিজের সোশ্যাল হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সাথে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যাঁরা তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন।
এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেইসাথে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
আমি বিচারপতি (অব.) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে, দায়বদ্ধতা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে।
আরও একবার, আমি সকল ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’
এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন তাই দেখতে চায় ফুটবলপ্রেমী জনতা৷
