মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বিধানসভা ভিত্তিক বসবে এই কোর কমিটির বৈঠক। ১৫ দিন অন্তর ৩৩ বিধানসভা ভিত্তিক আলোচনা। সূত্রের খবর, হাজি নুরুলকে সকলকে নিয়ে চলতে বলা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক এখন নেই। তাই সাংগঠনিক কাজে কিছুটা অসুবিধা হচ্ছে। সেই দিকে সকলকে নজর দিতে হবে। এখন থেকে সংগঠনের কাজে জোর দিতে হবে। সূত্রের খবর, বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: ‘শুভেন্দুকে বের করেছেন…’ বিরোধী দলনেতাকে সামনে রেখে মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের
লোকসভা ভোটের আগে জেলা স্তরেও সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। দিন কয়েক আগে প্রকাশ পাওয়া জেলার নতুন কমিটি থেকে বাদ পড়েছে অনেক গুরুত্বপূর্ণ নেতার নাম। তালিকায় আবার অনেক নতুন নামকে জায়গাও দেওয়া হয়েছে। যেমন, বীরভূমের জেলা সভাপতির তালিকায় নাম নেই অনুব্রত মণ্ডলের। অন্য দিকে, কৃষ্ণনগরে সাংগঠনিক জেলায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে। একই সঙ্গে, দলের সম্পাদক পদে চার জনের নামও প্রকাশ করেছে তৃণমূল।
আরও পড়ুন: কেন মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ালেন? রহস্য ভাঙলেন মমতা! জানিয়ে দিলেন কারণ
তৃণমূলের নতুন তালিকায় বীরভূমে জেলায় কোনও সভাপতির নাম ঘোষণা করা হয়নি। ওই জেলায় দলের চেয়ারম্যান করা হয়েছে রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে খবর, এখন বীরভূম জেলার কোর কমিটি এবং জেলা কমিটির সমন্বয় ভাবে সভাপতির কাজ সামলাবে। আগে সাত জনের কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তাতে আরও দু’জন যুক্ত হন। আশিস ছাড়াও কোর কমিটিতে রয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং তৃণমূল নেতা কাজল শেখ, সুদীপ্ত ঘোষ এবং বিশ্ববি়জয় মান্ডি।