TRENDING:

Mamata Banerjee on Covid: বিধি মানতে জনতার কাছে হাতজোড় মমতার, সংক্রমণ বাড়লে আরও কড়া বিধিনিষেধ!

Last Updated:

Mamata Banerjee on Covid: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি হাতজোড় করে বলব মাস্কটা পরুন। গত এক সপ্তাহে করোনা বেড়েছে। আরো বাড়ছে যদি কোভিডটা আরো বাড়ে, তাহলে কড়া বিধিনিষেধ করব।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতিদিনই লাফিয়ে বাংলায় বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। রাজ্য করোনা তৃতীয় ঢেউ (third wave) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি করোনা সংক্রমণ আরও ভয়াবহ ভাবে বাড়ে, তাহলে আরও কড়া বিধিনিষেধের দিকে এগোতে পারে রাজ্য, এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Covid)। এদিন তিনি বলেন, ''আমি হাতজোড় করে বলব মাস্কটা পরুন। গত এক সপ্তাহে করোনা বেড়েছে। আরো বাড়ছে যদি কোভিডটা আরো বাড়ে, তাহলে কড়া বিধিনিষেধ করব। প্রশাসন জোর করে, অ্যারেস্ট করে কাউকে মাস্ক পরাতে পারে না। এটা মানুষ কেই সচেতন হতে হবে।''
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ
advertisement

ইতিমধ্যেই রাজ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। কিন্তু করোনা সংক্রমণ প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা এখন সবাইকে মেলামেশা করতে বারণ করছি। আজ আমাদের ক্যাবিনেট বৈঠক ছিল। আমি নিজেই জানি না কাদের কোভিড হয়েছে। সবাইকে অনুরোধ করব ভয় পাবেন না।''

আরও পড়ুন: 'শ্রীজাতবাবু বলছেন?' সরি'র বার্তা নিয়ে ফোনের ওপারে মমতা, কবির কলমে অজানা কথা...

advertisement

এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মাস্ক তো বটেই, মুখ্যমন্ত্রীকে হ্যান্ড গ্লাভস পরে থাকতে দেখা যায়। সেখানেই তিনি বলেন, ''তিনদিন জর থাকলে ডাক্তারকে দেখানো উচিত।'' এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তাঁর কথায়, ''গঙ্গাসাগর মেলা এখন কোর্টে বিবেচনাধীন। তাই এটা নিয়ে বলব না।''

আরও পড়ুন: পঞ্জাবে 'প্রাণ সংশয়', মোদির দীর্ঘায়ু কামনায় মধ্যপ্রদেশে যা করলেন মুখ্যমন্ত্রী...

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে বিগত কয়েকদিনে ৪৫ হাজার ৪১৭ জন রোগী পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯২০ জন। হাসপাতালে ভর্তির সংখ্যা খুব কম। রোগটা এবার মারাত্মক না হলেও সংক্রমণ খুব বেশি হচ্ছে। তবে রাজ্যে কোভিডের জন্য ১৯৮টি হাসপাতাল রয়েছে। সেখানে ১৯ হাজার ৫৭০ বেড রয়েছে। ৪১০০ ICU বেড রয়েছে। তবে কম উপসর্গ থাকলে হাসপাতালে যাওয়ার দরকার নেই বলেই এদিন জানান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Covid: বিধি মানতে জনতার কাছে হাতজোড় মমতার, সংক্রমণ বাড়লে আরও কড়া বিধিনিষেধ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল