ইতিমধ্যেই রাজ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। কিন্তু করোনা সংক্রমণ প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা এখন সবাইকে মেলামেশা করতে বারণ করছি। আজ আমাদের ক্যাবিনেট বৈঠক ছিল। আমি নিজেই জানি না কাদের কোভিড হয়েছে। সবাইকে অনুরোধ করব ভয় পাবেন না।''
আরও পড়ুন: 'শ্রীজাতবাবু বলছেন?' সরি'র বার্তা নিয়ে ফোনের ওপারে মমতা, কবির কলমে অজানা কথা...
advertisement
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মাস্ক তো বটেই, মুখ্যমন্ত্রীকে হ্যান্ড গ্লাভস পরে থাকতে দেখা যায়। সেখানেই তিনি বলেন, ''তিনদিন জর থাকলে ডাক্তারকে দেখানো উচিত।'' এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তাঁর কথায়, ''গঙ্গাসাগর মেলা এখন কোর্টে বিবেচনাধীন। তাই এটা নিয়ে বলব না।''
আরও পড়ুন: পঞ্জাবে 'প্রাণ সংশয়', মোদির দীর্ঘায়ু কামনায় মধ্যপ্রদেশে যা করলেন মুখ্যমন্ত্রী...
মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে বিগত কয়েকদিনে ৪৫ হাজার ৪১৭ জন রোগী পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯২০ জন। হাসপাতালে ভর্তির সংখ্যা খুব কম। রোগটা এবার মারাত্মক না হলেও সংক্রমণ খুব বেশি হচ্ছে। তবে রাজ্যে কোভিডের জন্য ১৯৮টি হাসপাতাল রয়েছে। সেখানে ১৯ হাজার ৫৭০ বেড রয়েছে। ৪১০০ ICU বেড রয়েছে। তবে কম উপসর্গ থাকলে হাসপাতালে যাওয়ার দরকার নেই বলেই এদিন জানান তিনি।