চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পড়ার মধ্যে ফের বিজেপি পরিষদীয় দল হট্টগোল শুরু করে। ফের উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা। দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেন, “বাজেট নিয়ে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। আমার বিধায়কদের অনুরোধ, ওদের সঙ্গে মুখ লাগাবেন না।”
আরও পড়ুন: রাজ্য বাজেটে বিরাট ঘোষণা! আসছে নতুন প্রকল্প ‘কর্মশ্রী’! লাখ-লাখ পরিবার হবে উপকৃত
মমতা আরও বলেন, ”বাজেট আপনাদের কেন্দ্রেও পেশ করে। আমরাও করছি। বাজেটের মাঝে এরকম কেন করছেন? তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন? যদি বাজেট পেশ করতে না দেন, তাহলে সংসদেও প্রতিবাদ হবে।”
আরও পড়ুন: ফের ৪ শতাংশ DA বাড়ালেন মমতা..রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! কবে থেকে নতুন বেতন?
মমতার বক্তৃতার সময় ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি বিধায়করা। বাজেট বক্তৃতায় কেন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ? প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।