এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”অমিত শাহের কোম্পানির হাত আছে এতে। আমি ওঁর নাম আগে নিইনি। এত তাড়াতাড়ির কী আছে! আপনাকে তো প্রাইম মিনিস্টার করবে না। মোদিজি চলে গেলে কী হবে? সব থেকে বেশি ক্ষতি করছেন আপনি। মোদিজিকে বলব, ওঁকে কন্ট্রোল করুন। এটা একটা পূর্বপরিকল্পিত অশান্তির ঘটনা।”
advertisement
সংসদে ওয়াকফ সংশোধনী বিলের পাশ নিয়েও রীতিমতো আক্রমণ শানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ”সংবিধান সংশোধন করতে হলে দুই তৃতীয়াংশের সমর্থন দরকার ছিল। সেটা আপনারা করেননি। আমার একটা অনুরোধ থাকল, আপনারা শান্তি বজায় রাখুন। বিজেপি প্ল্যান করে করছে এই সব। রামনবমীর দিন এই সব করার প্ল্যান ছিল। আপনারা সেটা করতে দেননি। আমাদের এখানে গদ্দাররাও আছেন।”
মুখ্যমন্ত্রীর আবেদন, ”হিন্দু ভাইবোনদের বলব, এই সব ঘটনায় বিজেপি প্ররোচণা দিচ্ছে। ওদের সম্পত্তিতে হাত দিচ্ছে। আপনারও সম্পত্তিতে হাত দিলে আপনাদের গায়ে জ্বালা হত। তবুও আমরা প্রতিবাদ করেছি। সুপ্রিম কোর্টে মামলা করেছে।”