আরও পড়ুনঃ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শনিবার ছুটি বাতিল সরকারি কর্মচারী, আধিকারিকদের! কবে থেকে?
ভোটের আগে রাজনৈতিক দলের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের সাক্ষাৎ নতুন নয়। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলিতে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও শুরু হয়ছে আলোচনা। অন্যদিকে, গত কয়েক বছরে বঙ্গ রাজনীতি বেশ তারকা খচিত। দেব, মিমি, নুসরত, লকেট চট্টোপাধ্যায়ের মতো মুখরা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে হয়ে সংসদে গিয়েছিলেন। তাই, ভোটের আগে মমতা-রচনা সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম এখন বাংলার ঘরে ঘরে। দিদি নং ১-এর দৌলতে আট থেকে আশি সকলেই তাঁকে চেনেন। তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে আগ্রহের শেষ নেই দর্শককূলের। তবে, ২০২১ সালের নির্বাচনের আগেও তাঁর রাজনীতিতে পা দেওয়ার বিষয়ে জোর জল্পনা ছড়িয়েছিল। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কোনও দলে যোগ দেবেন না। তবে, রচনা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, কোনও রকম রাজনৈতিক কারণের জন্য নয়, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। রাজনীতির বিষয়ে এই সাক্ষাৎ ছিল না বলেই জানা গিয়েছে।