Mamata Banerjee: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শনিবার ছুটি বাতিল সরকারি কর্মচারী, আধিকারিকদের! কবে থেকে?
- Published by:Salmali Das
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: আগামী ২০ জানুয়ারির পর থেকে সরকারি কর্মচারীদের কার্যত ছুটি বাতিল। এর আওতা থেকে বাদ যাচ্ছেন না আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দফতরের সচিবরাও।
কলকাতাঃ আগামী ২০ জানুয়ারির পর থেকে সরকারি কর্মচারীদের কার্যত ছুটি বাতিল। এর আওতা থেকে বাদ যাচ্ছেন না আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দফতরের সচিবরাও। নবান্ন সূত্রে খবর আগামী ২০ জানুয়ারি থেকে যে জনসংযোগ প্রোগ্রাম শুরু করছে গোটা রাজ্যজুড়ে সেই কারণেই আগামী ২০ জানুয়ারির পর থেকেই শনিবার করেও অফিস করতে হবে কর্মচারী থেকে শুরু করে আধিকারিকদের। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জনসংযোগ প্রোগ্রাম সোমবার থেকে শনিবার পর্যন্ত করা হবে।
আরও পড়ুনঃ আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি! শীত কমবে কবে? বিরাট আপডেট IMD-র
প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে। প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র পিছু দুই থেকে তিন জন সরকারি কর্মচারী থেকে শুরু করে অফিসাররা এই কাজ করবেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কেউ ছুটি নিতে পারবেন না। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না বলেও এদিন প্রশাসনের শীর্ষস্থরের আধিকারিকদের সামনে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে শুরু থেকেই কার্যত রাফ এন্ড টাফ ভূমিকা নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসাররা ভাল কাজ না করলে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি ও এদিনের বৈঠকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
পাশাপাশি আইনের ৫৬(১) ধারা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথাও বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একাধিক মানুষ সন্তুষ্ট নন বলেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, পরিষেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে না বলেও এদিনের বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যারা এস সি নয় বা এস টি নয় তাঁদের কেন সেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে ২০ জানুয়ারির পর থেকে শনিবার করেও অফিস করতে হবে সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন স্তরের আধিকারিকদের। বিভিন্ন জেলায় সারপ্রাইজ ভিজিট করবেন বলেও এই দিনের বৈঠকে বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 11:12 PM IST