TRENDING:

নজরে স্বাস্থ্য, আজ বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Last Updated:

দুপুর ৩.৩০ থেকে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে বৈঠক থেকে স্বাস্থ্য নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানাতে পারেন মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করতে সোমবার অর্থাৎ আজ বিশেষ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর সাড়ে তিনটে থেকে নবান্নে এই বিশেষ বৈঠক হবে বলেই নবান্ন সূত্রে খবর।
নজরে স্বাস্থ্য, আজ বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
নজরে স্বাস্থ্য, আজ বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
advertisement

বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। জেলার বিভিন্ন আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত থাকলেও কলকাতার আধিকারিকরা স্বশরীরে উপস্থিত থাকতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। মূলত বিভিন্ন মেডিক্যাল কলেজের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা, বিভিন্ন সময় রাজ্য স্বাস্থ্য দফতরের যে পরিকল্পনাগুলো দেওয়া হয়েছে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়ন কতদূর, স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে বিভিন্ন সময় যে পরিকল্পনা করে নেওয়া হয়েছিল সেগুলি নিয়ে কোনও সমস্যা বা অভিযোগ রয়েছে কী না ৷ বিস্তারিত বিষয় নিয়ে আজ, সোমবার পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

advertisement

আরও পড়ুন- বিশ্বকাপ স্পেশ্যাল মিষ্টি, রসনা তৃপ্তির মিঠাইয়ে এবার ফুটবলের আঁচ !

সাম্প্রতিক সময় রাজ্যের ডেঙ্গি সংক্রমণ তুলনামূলকভাবে গত কয়েক বছরে তুলনায় অনেকটাই বেশি বলেই রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে। মনে করা হচ্ছে, সোমবারের এই বৈঠক থেকে আগামী দিনের ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ নেবে সরকার তা নিয়েও বিশেষ পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড নিয়েও বিভিন্ন সময়ে এখনও অভিযোগ আসছে। সেক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এর আগেও একাধিক কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে এদিনের বৈঠক থেকে স্বাস্থ্য সাথী কার্ড যাতে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলি নেয় সে বিষয়েও ফের নির্দিষ্ট কিছু বার্তা মুখ্যমন্ত্রী দিতে পারেন।

advertisement

আরও পড়ুন- রবিবার ছুটির দিনে সরকারি অফিস খোলা! সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলোর পরিকাঠামোগত কী অবস্থা, গ্রামীণ হাসপাতালগুলিতে বিভিন্ন বিভাগের ডাক্তাররা আছেন কী না, সে বিষয়েও পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এই বৈঠককে কেন্দ্র করে রাজ্য স্বাস্থ্য দফতর জেলা স্তরে ও মহকুমা স্তরে পর্যালোচনা শুরু করেছে। গত সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বাজারের মূল্য বৃদ্ধি নিয়ে আধিকারিকদের কয়েক দফা নির্দেশও দিয়েছেন। পাশাপাশি কয়েকটি সবজির দাম কেন এত দামি ? প্রশ্নের মুখে পড়তে হয়েছে কয়েকটি দফতরের আধিকারিকদের। মনে করা হচ্ছে, এদিনের স্বাস্থ্য দফতরের বৈঠকেও ঠিক একইভাবেই পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নজরে স্বাস্থ্য, আজ বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল