বিশ্বকাপ স্পেশ্যাল মিষ্টি, রসনা তৃপ্তির মিঠাইয়ে এবার ফুটবলের আঁচ !

Last Updated:

বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে কড়া পাকের সন্দেশ হোক, কিংবা বিশ্বকাপের আদলে তৈরি ক্ষীরের সন্দেশ। সব মিলিয়ে এখন জমজমাট মিষ্টির দোকানগুলি ৷

ওঙ্কার সরকার, কলকাতা: ফুটবল জ্বরে আক্রান্ত এই মুহূর্তে গোটা বিশ্ব। প্রিয় দলের পতাকা থেকে প্রিয় ফুটবলারের ছবি অথবা পছন্দের দলের জার্সি সবই বিকোচ্ছে দেদার। আর তার আঁচ তো আসবেই বাঙালির প্রিয় মিষ্টিতে। সেটাই স্বাভাবিক। কারণ ফুটবলের মক্কা নামে খ্যাত কলকাতার জনপ্রিয় যে মিষ্টি। তাই শহরের বিভিন্ন মিষ্টির দোকানে দেখা যাচ্ছে বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান মিষ্টি।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে কড়া পাকের সন্দেশ হোক, কিংবা বিশ্বকাপের আদলে তৈরি ক্ষীরের সন্দেশ। সব মিলিয়ে এখন জমজমাট মিষ্টির দোকানগুলি ৷ আর সেটাই এখন মূল আকর্ষণের জায়গা মিষ্টির দোকানগুলিতে। তাই প্রিয় দলের পতাকা বা জার্সির রঙের মিষ্টি কিনতে হাজির হচ্ছেন শহরবাসী। কারোর পছন্দ পতাকার রঙের সন্দেশ। কেও বা হাতে তুলে নিচ্ছেন বিশ্ব কাপের আদলে তৈরি হওয়া ক্ষীরের মিষ্টি।
advertisement
advertisement
এই দোকানগুলোর একটিতে মিষ্টি কিনতে হাজির দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাসিন্দা পিনাকী নাগ রায় বলছেন ‘‘আজ সত্যি অন্য মিষ্টি কিনতেই এসেছিলাম, কিন্তু এসে দেখি ফুটবল নিয়ে এত রকমের মিষ্টি তৈরি হয়েছে। আমার এবং আমার পরিবারের প্রিয় দল ব্রাজিল। তাই ব্রাজিলের পতাকার রঙের মিষ্টি নিয়ে যাচ্ছি কিনে।’’ দক্ষিণ কলকাতারই বাসিন্দা অপর এক ক্রেতা মৌমিতা সরকার জানাচ্ছেন, ‘‘আর্জেন্টিনার পতাকার সন্দেশ দেখে থাকতে পারি নি। বাড়ির সবার জন্যে তাই ২০ পিস নিয়েই নিলাম। আর সঙ্গে একটা ওয়ার্ল্ড কাপ সন্দেশ।’’
advertisement
এই দোকানের অন্যতম কর্ণধার জানাচ্ছেন ‘‘প্রতিবারই আমরা বিশ্বকাপকে মাথায় রেখে মিষ্টি তৈরি করি। এবারও করেছি। ভালই বিক্রি হচ্ছে। পাশাপাশি দলের জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখে রসগোল্লা বানানো যায় কি না ভেবে দেখা হচ্ছে। কারিগরদের সঙ্গেও কথা হয়েছে ফ্লেবার নিয়ে। আশা করছি বিশ্ব কাপ চলার মাঝামাঝি মধ্যেই নতুন রসগোল্লা আনতে পারব শহরবাসীর জন্যে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ স্পেশ্যাল মিষ্টি, রসনা তৃপ্তির মিঠাইয়ে এবার ফুটবলের আঁচ !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement