প্রথমে পরিকল্পনা ছিল, শনিবার সকালে তিনি ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন। কিন্তু হিথরোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তা স্থগিত হয়। পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, যার কারণে শুক্রবার ১৮ ঘণ্টার জন্য বিমান ওঠানামা বন্ধ ছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ফের বিমান চলাচল শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন- আর এক ঘণ্টাও নেই! ভয়াবহ দুর্যোগ ঘনাচ্ছে বাংলায়…! ঝড়-বৃষ্টিতে তথনচ হবে কোন কোন জেলা?
খাওয়ার পর মুখে রেখে দিন এক টুকরো মশলা…তাতেই ‘খেল’ খতম! ‘ন্যাচারাল’ টোটকায় জব্দ হাজার সমস্যা!
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হিথরো বিমানবন্দরে ১,৩৫১টি বিমান বাতিল করা হয়েছিল। সপ্তাহান্তে হওয়ায় বিমান চলাচলের চাপ বেশি ছিল, ফলে বাতিলের সংখ্যা আরও বেশি হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব শুধু বিমানবন্দরেই নয়, পশ্চিম লন্ডনের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের কর্মসূচি অনুযায়ী, সোমবার তিনি ভারতীয় হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন, বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠক এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগামী শুক্রবার তিনি লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।