TRENDING:

শনিবারই সন্ধ্যায় লন্ডন রওনা দেবেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সামান্য সূচি বদল, হিথরোতেই অবরতরণ রবিবার

Last Updated:

Mamata Banerjee London Trip: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর শনিবার সন্ধ্যায়। হিথরো বিমানবন্দরে তাঁর উড়ান অবতরণ করবে। আগে গ্যাটউইক বিমানবন্দরে নামার বিকল্প ভাবা হলেও, এখন নিশ্চিতভাবে হিথরোতেই নামবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। অবশেষে শনিবার সন্ধ্যায় তিনি দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছেন। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরো বিমানবন্দরে তাঁর উড়ান অবতরণ করবে। আগে গ্যাটউইক বিমানবন্দরে নামার বিকল্প ভাবা হলেও, এখন নিশ্চিতভাবে হিথরোতেই নামবেন তিনি।
আপাতত পিছোল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর। শনিবার সকালে তিনি আর রওনা দিচ্ছেন না। এই সিদ্ধান্ত এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে জানানো হয়েছে। মনে করা হচ্ছে, হিথরোর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরেই সফরসূচিতে অদলবদল হতে চলেছে৷ সরকারিভাবে এখনও জানানো হয়নি।
আপাতত পিছোল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর। শনিবার সকালে তিনি আর রওনা দিচ্ছেন না। এই সিদ্ধান্ত এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে জানানো হয়েছে। মনে করা হচ্ছে, হিথরোর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরেই সফরসূচিতে অদলবদল হতে চলেছে৷ সরকারিভাবে এখনও জানানো হয়নি।
advertisement

দুর্যোগের আবহে জারি ‘কমলা’ সতর্কতা! কবে অবধি ঝড়বৃষ্টি? কলকাতা-সহ কোন কোন জেলা সংকটে? দেখুন আগামী সপ্তাহের আবহাওয়া

প্রথমে পরিকল্পনা ছিল, শনিবার সকালে তিনি ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন। কিন্তু হিথরোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তা স্থগিত হয়। পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, যার কারণে শুক্রবার ১৮ ঘণ্টার জন্য বিমান ওঠানামা বন্ধ ছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ফের বিমান চলাচল শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন- আর এক ঘণ্টাও নেই! ভয়াবহ দুর্যোগ ঘনাচ্ছে বাংলায়…! ঝড়-বৃষ্টিতে তথনচ হবে কোন কোন জেলা?

খাওয়ার পর মুখে রেখে দিন এক টুকরো মশলা…তাতেই ‘খেল’ খতম! ‘ন্যাচারাল’ টোটকায় জব্দ হাজার সমস্যা!

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হিথরো বিমানবন্দরে ১,৩৫১টি বিমান বাতিল করা হয়েছিল। সপ্তাহান্তে হওয়ায় বিমান চলাচলের চাপ বেশি ছিল, ফলে বাতিলের সংখ্যা আরও বেশি হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব শুধু বিমানবন্দরেই নয়, পশ্চিম লন্ডনের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল।

advertisement

বাড়িতে পাখি বাসা করেছে? হতে পারে বড় দুর্ঘটনার ইঙ্গিত…! কোন পাখি বাসা করলে কী হয়? জানুন বাস্তুশাস্ত্রের মত!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের কর্মসূচি অনুযায়ী, সোমবার তিনি ভারতীয় হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন, বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠক এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগামী শুক্রবার তিনি লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শনিবারই সন্ধ্যায় লন্ডন রওনা দেবেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সামান্য সূচি বদল, হিথরোতেই অবরতরণ রবিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল