সব কিছু ঠিক থাকলে শুক্রবার বিকেল ৫টা বেজে ২০ মিনিট নাগাদ রাজভবনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর পর থেকে আগামিকাল, অর্থ, শনিবার সকাল পর্যন্ত রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর, শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, এ বিষয়ে কেন্দ্র রাজ্য কোন সরকারের তরফেই কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি এখনও৷
advertisement
ওয়াকিবহাল মহল জানাচ্ছে, কোনও রাজ্যে যদি প্রধানমন্ত্রী রাত্রিবাস করেন, তাহলে সরকারি প্রোটোকল অনুযায়ী সে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে একবার অন্তত সাক্ষাৎপর্ব সারেন। সূত্রের খবর, মোদি-মমতার এই সম্ভাব্য সাক্ষাৎও সেই ধরনের সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে৷
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে চুল পেকে যায় জানেন?… সতর্ক হোন! না হলে অকালেই মাথা ভরে যাবে ধূসর চুলে
তবে, এর মাঝেও শুরু হয়েছে জল্পনা৷ ১০০ দিনের কাজের প্রকল্প সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কাজের বকেয়া পাওনা মেটানোর আর্জি নিয়ে সাংসদ-সহ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি৷
তারপরে আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে কেন্দ্র-রাজ্যের মধ্যে৷ কিন্তু, বকেয়া পাওনা মেলার বিষয়ে এখনও কোনও সবুজ সঙ্কেত আসেনি৷ তাই, এদিনের সাক্ষাৎপর্বে ফের সেই বকেয়া পাওনার প্রসঙ্গে ওঠে কি না, সেটাই দেখার৷