নবান্ন সূত্রের খবর, এদিনের বৈঠকে ১৫টি দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে কৃষি, স্কুল-শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক দফতর। পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চান খোদ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ২৩ একর জমির মালিক গোপাল! খুলতে চেয়েছিলেন বি এড কলেজও, কোথা থেকে আসত এত টাকা?
advertisement
গত কয়েক মাস ধরেই বিভিন্ন জেলা সফরে গিয়ে সাধারণ মানুষদের হাতে নিজে পরিষেবা পৌঁছে দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণের বর্ধমান, বীরভূম থেকে শুরু করে দঙ্গলমহলের পুরুলিয়া-বাঁকুড়া। সব জায়গাতেই গিয়েই সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকারের পরিষেবা তুলে দিয়েছেন তিনি। ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেলও।
আরও খবর: বড় খবর! Group D-এর ১, ৯১১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র, দ্রুত নিয়োগের তোড়জোড়
সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার আগে গ্রামবাংলার মানুষের মনে বিন্দুমাত্র ক্ষোভ রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাই এবার গ্রিভ্যান্স সেল-এ আসা সমস্যাগুলির দ্রুত সমাধানেও তৎপর তিনি।